প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য

লেখক
পত্রিকা প্রতিনিধি

ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের অন্যতম পথিকৃৎ ছিলেন রাজা রামমোহন রায়৷ ১৭৭২ খ্রীষ্টাব্দে ২২শে মে তৎকালীন বর্ধমান জেলার বর্তমানে হুগলী জেলার গোঘাট থানার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন৷ বাল্যকাল থেকেই তিনি সংস্কারমুক্ত ছিলেন৷ তথাকথিত ধর্মাচারণে তাঁর মন ছিল না৷ পরবর্তীকালে ব্রাহ্মসমাজের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি৷ হিন্দু সমাজ থেকে নৃশংস সতীদাহ প্রথা রোধ করতে তিনি সক্রীয় ভূমিকা নিয়েছিলেন৷ মূলত তাঁর জেদ ও অক্লান্ত প্রচেষ্টায় সতীদাহ প্রথা আইনগত ভাবে বন্ধ হয়৷

তাঁর সম্পর্কে মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকার বলেছেন---‘সামাজিক ও আধ্যাত্মিক জগতে ভারতবর্ষের মানুষ যখন পঙ্কিল আবর্তে হাবুডুবু খাচ্ছিল, অগ্রগতির দিশা হারিয়ে ফেলেছিল তখন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত স্বনামধন্য পণ্ডিত ও স্বনামধন্য জ্ঞান রাজ্যের বিপ্লবী রাজা রামমোহন রায় ছিলেন হুগলী জেলার গোঘাট থানার রাধানগর গ্রামের অধিবাসী৷’

১৮৩৩ খ্রীষ্টাব্দে ২৭শে সেপ্ঢেম্বর ইংল্যাণ্ডের  ব্রিষ্টলে তিনি পরলোক গমন৷ তাঁর প্রয়াণ দিবসে আমরা তাঁকে শ্রদ্ধা নিবেদন করি৷