লেখক
সুপর্ণা মজুমদার
সেই যে এক ষোড়শী মেয়ে
যে মেয়েটা ঘুঁটে কুড়ায়,
মরচে পড়া প্রেমের মাঝে
বসন্ত তার রঙটি হারায়৷
দুঃখটা যার নিত্যসঙ্গী
নুন আনতে পান্তা ফুরায়
মধুমাসে তার দ্বারে কি
ভালোবাসা কড়া নাড়ায়?
ছুটতে ছুটতে যে ছেলেটার
সুখতলাটা খুইয়ে গেছে,
বেকার খাতায় নাম লিখালো
ভালোবাসাটা মরে গেছে৷
পাশের পাড়ার ঐ মেয়েটা
যাকে নিয়ে স্বপ্ণ বুনতো,
মধুমাসে তাকে নাকি
চুপিচুপি রং মাখাতো!
এখন সেসব ভাঁজের পাতায়
গরীবি যাকে তাড়া করে!
বসন্তটা হারিয়ে গেছে
গা ছমছম অন্ধকারে৷
শহর যখন ডুবছে নেশায়
ঠোঁট লাগানো রঙীন খামে,
কিছু ফাগুন বিকিয়ে যায়
বস্তা পচা সস্তা দামে৷
পথের ধূলোয় রং মাখিয়ে
যুদ্ধটাকে করছে বরণ,
বসন্তটা ফিকে তাদের
অনাহারে হচ্ছে মরন৷
স্বপ্ণ তাদের দেখতে মানা
দুঃস্বপ্ণে কাটছে রাত,
মনের আবীর হচ্ছে ধূসর
জীবনযুদ্ধে কুপোকাত৷
পাহাড় প্রমাণ ঋণের বোঝা
দায়ভার যার কাঁধে গেছে
প্রেমটেম সব উবে গিয়ে
বসন্তটা ফিকেই আছে৷
- Log in to post comments