রাঙাদাদুর আসর - প্রিয় বিদ্যালয়

লেখক
বিক্রম পাল (দশম শ্রেণী---পঞ্চমুখ স্কুল)

আমার প্রিয় বিদ্যালয় ভাই গর্বের আর সীমা নাই,

মন খুলে গান গাই যে, খেলার জন্য সাথীও পাই৷

সবুজ মাঠের মাঝে স্কুল, ফুল বাগানে ঘেরা

পড়ার সময় পড়া করি, ফাঁকে গল্প-গুজব করা৷

মনে পড়ে আজও আমার সে দিনগুলোর কথা,

মোহন স্যারের আদর আর পি. কে স্যারের ছড়া৷

ভর্তি হলাম অনেক আগে ছোট্ট ছিলাম যবে,

তখন থেকেই প্রভাত সংগীত গাইতে ভালো লাগে৷

এই স্কুলের প্রীতির স্মৃতি থাকবে গাঁথা মনে,

হৈ হুল্লোড় আমোদ-প্রমোদ জাগবে ক্ষণে ক্ষণে৷

সঙ্গী সাথী ভাই-বোনেদের যাব না কভু ভুলে৷

ভাসবে তারা মনের পাতায় দুলবে দ্যোদুল দুলে৷

আমার প্রিয় বিদ্যালয় ভাই বিদ্যাদানে সেরা,

আদর জানায় মায়ের মত আশীষ হৃদয় ভরা৷

আর কিছুদিন বাদেরে ভাই নেবো যে আমি বিদায়,

গুরুজনের কাছে ক্ষমা যাচি ক্ষমা যেন পাই৷