সৃষ্টি রক্ষা

লেখক
আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত

শ্রষ্টার সৃষ্টি রক্ষা করিবে কে?

কাপালিক সাধক,আবার কে?

ভক্তের দল, ভক্তি ই বল

যারা সৃষ্টিকে ভালবাসে সর্বাগ্রে৷

এ দায়িত্ব পালনে মত্ত আছেন

ব্রহ্ম সাধক কাপালিক গণ,

স্কুল চালানো, আশ্রম চালানো,

দাতব্য চিকিৎসালয় চালানো,

বিভিন্ন সেবা মূলক কার্যে ব্যস্ত

তাঁদের অমূল্য জীবন৷

 

নোতুন সমাজ গড়ার ব্রত নিয়ে

ছুটে চলেছেন পৃথিবীর সর্বত্র,

হতাশা গ্রস্ত সমাজের আমূল

পরিবর্তনের নেশায় তাঁরা মত্ত৷

আনন্দমার্গ এক জীবন দর্শন

শ্রীশ্রীআনন্দমূর্তিজীর্ অবদান,

আত্ম-মোক্ষার্থম জগৎ হিতায় চ

লক্ষ্যে প্রাউট দর্শন আজ নিতান্তই প্রয়োজন৷

নব্যমানবতাবাদ তাঁর এক

নোতুন চিন্তাধারা নিঃস্বার্থ সেবার এষনা,

তাঁর প্রভাত সঙ্গীত অমূল্য

সম্পদ দিতেছে নিত্য প্রেরণা৷

এসো ভাইবোন, বুদ্ধিজীবিগণ,

আহ্বান জানাই সবারে,

শিল্পী,কবি, লেখক সকলেরই

প্রয়োজন একে অন্যের সবার তরে৷

কেন বা রবে সমাজ পিছিয়ে,

অন্ধকার, আবর্জনা দূর হোক,

বিধাতা সহায় দৃঢ় মনোবল নিয়ে

গড়িবো নুতন বিশ্ব মোরা হবই সার্থক৷

আত্মসমর্পণ

কৌশিক খাটুয়া

আমার বলিয়া যা’ কিছু সব

অহেতুক উন্মত্ত মহা কলরব,

সীমাহীন অসারতা,

উদ্দেশ্যে হীন বাতুলতা,

শূণ্য কুম্ভের ঝঙ্কার

অভ্রংলেহী অহঙ্কার,

মানসিক দৈন্যতা

কিম্বা ঘনীভূত আমিত্বের বিলাসিতা,

অনাগত আশঙ্কা,

কখনো বা বিজয় ডঙ্কা,

কাল্পনিক সাফল্য,মিথ্যা জয়মাল্য,

চিত্তকে করে সাময়িক প্রফুল্ল৷

একত্রিত করি অঞ্জলী ভরি

অর্ঘরূপে সমর্পিত তব চরণে,

ভারমুক্ত হতে হবে তোমায় বরণে৷

বিড়ম্বিত জীবনের ভাবজড়তার অবসাদে

অভিষেক হোক আজি তব মৃত্যুঞ্জয়ী রথে৷