লেখক
শিবরাম চক্রবর্ত্তী
উড়ে এসে জুড়ে বসে
বিমল গুরুং আজকে চায়
দার্জিলিংকে গোর্খাল্যাণ্ড
তৈরী করতে হিংসা ছড়ায়৷
এতই যদি তোমার মনে
গোর্খাল্যাণ্ডের জাগে সখ
নেপাল গিয়ে গোর্খাল্যাণ্ড
তৈরী করার কষ ছক্৷
দার্জিলিং পশ্চিমবঙ্গের
অবিচ্ছেদ্য অংশ জানো
একে ভাগ করার ইচ্ছে
তোমার মনে আসল কেন?
হয়তো কারো উস্কানিতে
দিবাস্বপ্ণ দেখছ খুবই
অবশেষে স্বপ্ণ ভঙ্গে
চোখে আঁধার সদখবে সবই৷
- Log in to post comments