মূর্খ ব্রাহ্মণপুরের গল্প
তোমরা অনেকেই আসকে পিঠে খেয়েছ (বাঙলায় কোথাও কোথাও সরাপিঠে বা চিতুই পিঠেও বলা হয়৷ তবে কলকাতায় আমরা আসকে পিঠেই বলি)৷ আসকে পিঠেতে থাকে অনেক ছিদ্র৷ তোমরা সেই ছড়াটা নিশ্চয়ই জানো–
‘‘ঘুঘু তো দেখেছ জাদু ফাঁদ তো দেখনি৷
আসকে খেয়েছ জাদু ফোঁড় তো গোণনি৷’’