আপ্তবাক্য

‘‘...শিক্ষক-নির্বাচনে সতর্কতা৷ উপযুক্ত শিক্ষাগত অভিজ্ঞান-পত্র থাকলেই যে তাঁকে শিক্ষকতা করার অধিকার দেওয়া হবে এমন কোন কথা নেই৷ তাঁদের চারিত্রিক দৃঢ়তা, ধর্মনিষ্ঠা, সমাজসেবা, নিঃস্বার্থতা, ব্যষ্টিত্ব ও নেতৃত্বের গুণ থাকতেই হৰে৷ শিক্ষক সমাজগুরু৷ তাই যে-সে লোককে শিক্ষক রূপে মেনে নেওয়া কিছুতেই যেতে পারে না৷ শিক্ষকের পদের গুরুত্ব যেমন অধিক তেমনই তার যোগ্যতার মাপকাঠিও ৰেশ উঁচু ধরণের হওয়া দরকার৷’’    (কঃ প্রাঃ - প্রথম খণ্ড)

                ---শ্রীপ্রভাতরঞ্জন সরকার