২১শে ফেব্রুয়ারী সমাজ আন্দোলনের প্রেরণা
২১শে ফেব্রুয়ারী বাঙলা ও বাঙালীর গৌরব৷ ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী ওপার বাঙলার বিশেষ করে ছাত্র, যুবসমাজ সমস্ত প্রকারের সংকীর্ণতার ঊধের্ব উঠে মাতৃভাষা বাংলার প্রতি ভালবাসার টানে যেভাবে ঝঞ্ঝাবিক্ষুব্ধ সমুদ্রের মত উত্তাল হয়ে উঠেছিল ও সমস্ত গোঁড়া ধর্মমত ও সাম্প্রদায়িকতার সমস্ত প্রাচীরকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল, ইতিহাসে তার তুলনা নেই৷ যুবজাগরণ সম্পর্কে কাজী নজরুল বলেছিলেন---
‘এই যৌবন জলতরঙ্গ রুধিবে কি দিয়া বালির বাঁধ
কে রোধিবে এই জোয়ারের জল গগনে যখন উঠেছে চাঁদ৷’
- Read more about ২১শে ফেব্রুয়ারী সমাজ আন্দোলনের প্রেরণা
- Log in to post comments