February 2019

দরিদ্রতম গণতান্ত্রিক দেশে নির্বাচনে জয়লাভে লক্ষ লক্ষ টাকা মাঠ ভরাট এতে খরচটা কী সরকারের প্রশাসনিক ব্যর্থতা নয়?

প্রভাত খাঁ

১৩০ কোটি মানুষের বিরাট দেশ ভারত,বর্তমানে  সেখানে চলছে বহুদলীয় শাসন ব্যবস্থায়গণতন্ত্রে নামে জঘন্য, দলতন্ত্র যা দেশবাসীর নাভিশ্বাস তুলছে৷ গত ১৯৪৭ সাল থেকে ইংরেজের বিদেশী শাসনের অবসানের পর   এদেশের রাজনৈতিক নেতারা হাল ধরেছেন৷ দেশে সাধারণ তন্ত্রের শাসন  শুরু হয় ২৬শে জানুয়ারী ১৯৫০ সাল থেকে৷ বর্তমানে সারা ভারতের জাতীয় দল বলতে যা বোঝায়  তার অস্তিত্ব প্রায় নেই বল্লেই চলে৷ সর্বভারতীয় দলগুলি তাদের অস্তিত্ব হারিয়ে  ফেলেছে৷ বাকি দলগুলির অনেকগুলি আঞ্চলিক দল বা জাতীয় দল ভেঙ্গে গড়ে ওঠা ছোট ছোট দল৷ আর জাতীয়  দল হিসাবে অস্তিত্ব বজায় রেখেছে, জাতীয় কংগ্রেস আর বিজেপি৷

হুগলিতে নেতাজী জয়ন্তী পালন

হুংকার ও চাতরা, ‘আমরা বাঙালী’ হুগলীজেলার পক্ষ থেকে গত ২৩শে জনুয়ারী চুঁচুড়ার খাদিনা মোড়ে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৩ তম জন্মদিন  যথাযোগ্য মর্যাদার সঙ্গে  পালিত হয়৷ নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পন করে অনুষ্ঠানের সূচনা হয়৷

নেতাজীর জীবন ও আদর্শ সম্বন্ধে বক্তব্য রাখেন সর্বশ্রী গোবিন্দ প্রসাদ পাল, মহাদেব কুণ্ডু চিন্ময় তোষ ও জেলা সচিব জ্যোতিবিকাশ সিন্হা প্রমুখ৷ নেতাজীর আদর্শ রূপায়ণের জন্যে প্রাউট দর্শনের প্রতিষ্ঠার  উপরে সকল বক্তাই গুরুত্ব আরোপ করেন৷ এছাড়াও নেতাজী সম্পর্কিত প্রচারপত্রও স্থানীয় জনগণের মধ্যে বিতড়ণ করা হয়৷

চুঁচুড়া আনন্দমার্গ স্কুলে নেতাজী জয়ন্তী

চুঁচুড়া ঃ গত ২৩শে জানুয়ারী সকালে চুঁচুড়া আনন্দমার্গ স্কুলের কচিকাচা ছাত্রছাত্রারা দেশাত্মবোধক কবিতা ও গানের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের মহান যোদ্ধা নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৩-তম জন্মদিন উদ্যাপন করল৷ কবিতা আবৃত্তি করে ঋতিকা পাল, দীপমা মজুমদার, মধুমিতা দাসৃ, দেবযানী মজুমদার৷

সঙ্গীত, প্রভাতসঙ্গীতের সমাজচেতনা মূলক গান ‘চল চল চল, ডাক দিয়ে যাই, সবারে করি আহ্বান’, ‘আজ এগিয়ে চল সকল মানুষ ভাই’, ‘মানুষ সবাই আপন’, ‘উল্কা অশনি’ গানগুলি পরিবেশন করে মধুমিতা দাস, দেবযানী মজুমদার, অস্মিতা রোজ, অস্মিতা বেরা, ময়ূরাক্ষী মণ্ডল৷ সঙ্গীত পরিচালনা করেন শিক্ষক তপোময় কুণ্ডু৷

দুর্লভপুর আনন্দমার্গ স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেবামূলক  কর্মসূচী

দুর্লভপুর (বাঁকুড়া) ঃ গত  ১৯শে জানুয়ারী দুর্লভপুর  আনন্দমার্গ স্কুলে অখণ্ডকীর্ত্তন, বিনামূল্যে চিকিৎসা  শিবির, দুঃস্থদের  মধ্যে কম্বল বিতরণ, নারায়ণসেবা ও আনন্দমার্গ স্কুলের বার্ষিক সাংস্কৃতিক  অনুষ্ঠান হয়৷

কাঁকিনাড়ায় অখণ্ড কীর্ত্তন ও সদাব্রত অনুষ্ঠান

কাঁকিনাড়া ২৪ পরগণা,২০শে জানুয়ারী ঃ গত ২০শে জানুয়ারী কাঁকিনাড়ায় বরিষ্ঠ আনন্দমার্গী শ্রী আশুতোষ মণ্ডল মহাশয়ের নিজ বাসভবনে প্রতি বছরের মতো এবছরেও মানব মুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ সকাল ৯টা থেকে প্রভাত সঙ্গীত পরিবেশিত হয়৷ সকাল সাড়ে ৯ টা থেকে  ১২টা-৩০মিনিট পর্যন্ত অখণ্ড কীর্ত্তন হয়৷ অখণ্ড কীর্ত্তনের সূচনা করেন ব্যারাকপুর ডায়োসিসের ডিট্.এস আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত৷  এছাড়া কীর্ত্তন পরিচালনা করেন নিরঞ্জনা রায়, হরলাল হাজারী, স্বপন মণ্ডল, অবধূতিকা আনন্দ বিভুকণা আচার্য্যা ও রাজলক্ষ্মী বণিক প্রমুখ৷ কীর্ত্তনের মিষ্টি মধুর সুরে আধ্যাত্মিক তরঙ্গে শীতের সকালের আকাশ ম

উত্তর ২৪ পরগণা জেলার বইমেলায় আনন্দমার্গের বুকষ্টল

গত ৫ই জানুয়ারী থেকে ৯ই জানুয়ারী পর্যন্ত সপ্তম কাঁকিনাড়া উৎসব উপলক্ষ্যে আনন্দমার্গ প্রকাশন থেকে বুকষ্টল দেওয়া হয়েছিল৷ এই মেলায় আনন্দমার্গ প্রকাশনের পক্ষ থেকে বুক ষ্টল খোলা হয়েছিল৷ এই ষ্টলের প্রতি মেলায় উপস্থিত দর্শকবৃন্দের আকর্ষণ ছিল উল্লেখযোগ্য৷ বুকষ্টলে শ্রী প্রভাতরঞ্জন সরকারের  শিশু সাহিত্য, বাংলা ও বাঙালী,  যোগ ও দ্রব্যগুণে রোগারোগ্য, দেশপ্রেমিকের প্রতি ইত্যাদি বইগুলির চাহিদাও ছিল উল্লেখযোগ্য৷ একটি বহুল প্রচারিত দৈনিক সংবাদপত্রে ‘কাঁকিনাড়া উৎসবে বইমেলা’ শিরোনামে সংবাদ ছাপা হয়৷

আনন্দনগর সংবাদ

আনন্দনগর ঃ গত ২০শে জানুয়ারী আনন্দনগরে ‘বাবার স্মারকভবনে’ তিন ঘণ্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ অখণ্ড কীর্ত্তনের পর বাবার প্রবচন থেকে স্বাধ্যায় করে শোনান আচার্য দেবপ্রেমানন্দ অবধূত৷ মিলিত সাধনার পর সাধনা ও ভক্তিতত্ত্বের ওপর বক্তব্য রাখেন আচার্য দেবাত্মানন্দ অবধূত৷ সবশেষে সকলকে প্রসাদ প্রদান করা হয়৷

নদীয়ার চাকদহে ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তন

নদীয়া,চাকদহ ঃ গত ২৬শে জানুয়ারী নদীয়া জেলার চাকদহে প্রবীণ আনন্দমার্গী শ্রী শক্তিপদ সরকার ও শ্রী গোপা সরকারের নিজ বাসভবনে সকাল ১০টা থেকে-দুপুর ১টা পর্যন্ত মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ নদীয়া ও ২৪ পরগণা জেলা থেকে বহু আনন্দমার্গী এই কীর্ত্তনে অংশগ্রহণ করেন৷ কীর্ত্তনের সুমধুর ধবনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে৷ পথ চলতি বহু মানুষ কীর্ত্তন শুণতে দাঁড়িয়ে পড়ে৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনা, গুরুপূজা হয়৷  স্বাধ্যায় করেন শ্রী সজল রায়৷

নদীয়া জেলার শিমুরালি আনন্দমার্গ স্কুলে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

শিমুরালি নদীয়া ঃ ২৬শে জানুয়ারী, শনিবার শিমুরালি আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা অবধূতিকা আনন্দ বিভুকণা আচার্য্যার উদ্যোগে  ও বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দের অকুণ্ঠ সহযোগিতায় স্থানীয় উচ্চবিদ্যালয়ের ক্রীড়াঙ্গণে ৬৫জন ছাত্র-ছাত্রাকে ১২টি দলে ভাগ করে মোট ২৪টি ও অভিভাবিকাদের জন্যে একটি, মোট ২৫টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷

পতাকা উত্তোলন করে ক্রীড়ানুষ্ঠানের সূচনা ঘোষণা করেন আনন্দ মার্গ প্রচারক সংঘের মহিলা বিভাগের প্রধানা অবধূতিকা আনন্দবিশোকা আচার্য্যা৷

কেরাণীটোলা স্কুলে শোভাযাত্রা সহ নেতাজী জন্মদিবস পালন

গত ২৩শে জানুয়ারী নেতাজী জন্মজয়ন্তী উপলক্ষ্যে কেরাণীটোলা আনন্দমার্গ স্কুলের পক্ষ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে মেদিনীপুর শহর পরিক্রমা করে কলেজ মোড়ে নেতাজীর মূর্ত্তির পাদদেশে সমবেত হয়৷ সেখানে নেতাজীর মূর্ত্তিতে মাল্যদান করা হয়৷

গত ২৩শে জানুয়ারী চন্দ্রকোণা রোড, গোয়ালতোড় ও রঘুনাথবাড়ী আনন্দমার্গ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ প্রতিযোগিতার শেষে সফল ক্রীড়াবিদদের পুরস্কার প্রদান করা হয়৷