লেখক
জয়তী দেবনাথ
নানা কর্মে ব্যস্ত আমরা
সারা জীবনভোর,
কর্মব্যস্ত এই জীবনে
কোথায় অবসর ।
তাইতো কেউ অবসর খোঁজে
একটু বিরতি,
কেউবা ভাবে অবসর মানে
কাজের দারুণ ক্ষতি ।
জীবন মাঝে তবুও দেখো
হয়তো কদাচিৎ
অল্প-বিস্তর অবসর সময়
এসে উপস্থিত ।
কবিগুরুর বাক্য কভু
মিথ্যা হবে না---
‘উদ্বৃত্ত না থাকিলে
অবসর কাটে না ।’
অবসর সময় বসে তাই
উদ্বৃত্ত খুঁজে---
নতুনভাবে চিনলাম আজ
নিজেকেই নিজে ।
কবিগুরুর কথাটাই
মানছি সত্য আজ,
নিজের মাঝে উদ্বৃত্ত খোঁজাও
মস্ত বড় কাজ ।
- Log in to post comments