বিমুক্তির পথে ---
আমরা চলেছি তাঁর
সুসজ্জিত রথে,
অনুজীব থেকে ক্রমে
বহুকোষী প্রাণে,
অজস্র জনম ধরে
ক্রম উত্তরণে,
পরিশেষে মানব জীবন
পায় পথ চলার জীবন দর্শন!
কাঙ্খিত এ’ জীবন দূর্লভ
কিন্তু দুষ্প্রাপ্য নয়,
তাঁর কৃপায় ক্রমোন্নতি
কারণ জানেন লীলাময়!
কিন্তু এই অগগতি অভ্রান্ত,
তাই ক্লান্ত পান্থ হয় শান্ত,
নয় বিভ্রান্ত৷
নেপথ্যে সৃষ্টিকর্তার প্রেম অনন্ত!
পথ পরিক্রমা এখানেই নয় অন্ত৷
কামনা বাসনা ভরা সংস্কার
যতদিন না ফুরায় ভাণ্ডার,
অশেষ অপার জীবনধারা----
মায়ার বাঁধনে গতি হারা৷
শেষের পরেও আছে শুরু
নিয়ন্ত্রণে কৃপাময় গুরু৷
আশা-যাওয়া অবিরাম যাত্রা
নাই যতি, কমা, ছেদ মাত্রা৷
তাই পরমপিতার কৃপাকণা
অবিরাম শির পরে ঝরে,
যা’ কিছু সংস্কার শুভাশুভ
দাও শ্রীচরণে উজাড় করে৷
তাই ভূমার মহৎ আকর্ষণে
অনুমন নয় বদ্ধ কারাগারে,
শরিতার একমুখী প্রবাহ
অতল অপার পারাবারে!
তপোবনে তপস্যা রত
পবিত্র সাধনে ব্রতী যত
তাদেরও একাগতা
স্থির অবিচল লক্ষ্যে,
নাই আসক্তি শুধু অনুরক্তি
রাগাত্মিকা ভক্তির পক্ষে৷
সাধনে ভজনে উদ্বুদ্ধ মননে
নন্দিত হই তোমারে বরণে,
তোমার দেখানো পথ অনুসরণে
আজীবন গতি তোমারই পানে৷
- Log in to post comments