লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত
দখিন হাওয়ায় তালি বাজে
ডালে ডালে,
আকাশ সাজে পলাশফুলের
লালে লালে!
গুনগুনিয়ে গান শুনিয়ে
মৌমাছিরা
ফুলের বনে দলে দলে
দেয় হাজিরা৷
ডানার শিশির রৌদ্রে মোছে
শঙ্খ চিল
নেই কুয়াশা বিষণ্ণ্তার---
আকাশ নীল!
প্রজাপতি ফুল ফোটানোর
খেলায় মাতে
নানা রঙের রঙিন পাখার
আলপনাতে!
কুহুতানে মাতোয়ারা
দিগদিগন্ত---
কী আনন্দ কী আনন্দ
আজ বসন্ত!
- Log in to post comments