আলোর পথে

লেখক
কৌশিক খাটুয়া

তিমির রাতে একাকী পথে

তোমারই আলোক ধারা,

লক্ষ্যের পানে দেখাইলে পথ

হয়েছি শঙ্কা হারা৷

শঙ্কিত মন অন্ধ নয়ন

জড়তার আহ্বানে,

বস্তু জগতে জড়ায়ে ছিলেম

পার্থিব বন্ধনে৷

মানব জীবন দুর্লভ,

কিন্তু উদ্দেশ্যহীন নয়,

সকল বাধা ছিন্ন করিয়া

আশায় জাগে হৃদয়৷

অন্তরে জাগ্রত পরমপিতা

 

সাহস করি সঞ্চয়,

কালের গতিতে মনের সুমতিতে

শুভ বুদ্ধির উদয়৷

উৎস স্থল গন্তব্যস্থল যবে

মিলিত একই বিন্দুতে,

জলকণাগুলি কেন বয়ে যায়

চিরকাল মহাসিন্ধুতে?

কেন অনুমন প্রতি পলে পলে

ভূমায় মিলিতে চায়,

জেনে বা না জেনে প্রতি ক্ষণে ক্ষণে

তাঁর পানে শুধু ধায়৷

আপনার হতে তুমি আপনার

এসেছ গহন রাতে,

জ্বালিলে প্রাণের প্রদীপ

অনন্ত আলোর স্রোতে৷

নিরন্তর এই যাত্রাপথে

ক্রমে কমে ব্যবধান,

তোমাতেই হব চির সমাহিত

হারায়ে মন প্রাণ অভিমান!