আলোর পথে - শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর জন্মশতবর্ষ স্মরণে---

লেখক
জ্যোতিবিকাশ সিন্‌হা

তখন বড়ই অন্ধকার---

মানুষের মনে, জীবনে, সমাজে নিকস অন্ধকার

ধর্মের গ্লাণি, মানবতার ভূলুন্ঠন, আর্তের হাহাকার

জড়বাদ-পুঁজিবাদের শোষণ, দুর্নীতি-অবিচার,

মদগর্বীর উল্লাস

সত্য-ন্যায়, প্রেম-প্রীতি, মায়া-মমতা যেন বিচিত্র পরিহাস

জল-স্থল-অন্তরীক্ষে যুদ্ধাস্ত্র ও বারুদের উৎকট গন্ধ

পৃথিবীব্যাপী মারণ-যজ্ঞ, হিংসা-লোভ-দ্বন্দ্ব৷

‘‘অজানা পথিক’’ বেশে এলে তুমি---

পূর্বদিগন্তের রক্তিমরাগে ছড়ালে ‘অরুণ’-আলো ‘‘প্রভাতরঞ্জনের প্রকাশে অপসৃয়মান যুগসঞ্চিত কালো৷

মহামন্ত্রপাতে দূর হ’ল কোটিজনমের অন্ধতমসা৷

প্রাউট-এর শুভ পরশে মানুষ পেয়েছে বাঁচার নোতুন দিশা৷

নব্যমানবতাবাদের দ্যোতনা, নবতম মাইক্রোবাইটাম তত্ত্ব

প্রভাতসঙ্গীতে শোণালে মানব-ধর্মের পরম সত্য৷

 

মোহান্ধ মানুষ তবুও নিমজ্জিত ভোগবিলাস আর আত্মসুখে  পাপশক্তির চক্রান্তে অতলান্ত যন্ত্রণা অসংখ্য বঞ্চিতের বুকে৷

তোমার জন্মশতবর্ষে এই প্রার্থনা শুধু---

মুক্ত হোক সকল বন্ধন তোমার কল্যাণ হস্তে, প্রভু,

চিত্তে লাগুক বৃহতের স্পন্দন, বিশ্বদোলার ছন্দে-গীতে

নাশো অন্ধকার যত, নিয়ে চলো সবে আলোর পথে৷