আপ্তবাক্য

‘‘সুলিখিত ও সু-অভিনীত নাটকের প্রতিটি চরিত্র জীবন্তভাবে দর্শকের কাছে ধরা দেয়৷ প্রিয় নেতা, প্রিয় মনীষী জনসাধারণের কাছে, বিশেষ করে শিশুদের কাছে প্রিয়তর রূপ নিয়ে এসে কথা কয়৷ মনের গোপন দ্বারের অর্গলগুলি খুলে দিয়ে ভাৰের অবাধ লেনদেন তারা তখন করতে থাকে৷ তাই বলেছিলুম, প্রকৃত শিক্ষার বিস্তারে শিক্ষার্থী যে বয়সেরই হোক না কেন সুলিখিত ও সু-অভিনীত নাটক খুব বেশী পরিমাণ কাজ দিতে পারে৷’’                                                           ---শ্রীপ্রভাতরঞ্জন সরকার