আপ্তবাক্য

‘‘সর্বদাই মনে রাখতে হবে অর্থের মূল্য ব্যবহারে৷ তোমার ঘরে তোমার প্রয়োজনের অতিরিক্ত অর্থ সঞ্চিত হ’লে ব্যবহার  না থাকায় তা’ মূল্যহীন হ’য়ে যায়৷ যতটা অর্থকে  তুমি মূল্যহীন করে  ফেলছ একজন বুভুক্ষু-বিবস্ত্র মানুষের প্রতি তুমি সেই পরিমাণ অবিচারও করে ফেলেছ৷ তোমার মূল্যহীন টাকাগুলো অন্যকে  ব্যবহারের সুযোগ দিয়ে সেগুলোকে মূল্যবান করে নিতে  হবে৷ তাই বলি যারা পার্থিব সম্পদের অন্যতম বিনিময়-মাধ্যম এই অর্থের উচিত ব্যবহার জানে না প্রকৃতপক্ষে তারা সমাজদ্রোহী৷             

                                        ---শ্রীপ্রভাতরঞ্জন সরকার