আপ্তবাক্য

লেখক
পত্রিকা প্রতিনিধি

‘‘সমাজের আসল ব্যাধিটার দিকে মানুষ এখনও চোখ মেলে চাইছে না৷  সংঘ বা সমিতিগুলো বিভিন্ন বৃত্তি-জীবীরা গড়ে তুলেছে সম্পূর্ণ ব্যষ্টিগত বা গোষ্ঠীগত স্বার্থের প্রেরণায়৷ তাই এ জাতীয় সমস্যাগুলোর, শুধু এই জাতীয় সমস্যাই বলি কেন, জগতের প্রতিটি সমস্যা সমাধানের ব্যাপারে মানুষ কেবল নিজেদের দিকেই তাকাচ্ছে৷ নীচের তলাকার মানুষের পানে চাইছে না৷ যে ওপরে আছে তাকে নামাবার কাজে যতটা শক্তি ব্যয়িত হচ্ছে, যে নীচে আছে তাকে তুলবার কাজে তার শতাংশের একাংশও ব্যয়িত হচ্ছে না, এইটাই সবচাইতে               দুঃখের কথা৷’’ (কঃপ্রাঃ১মখণ্ড                        ---শ্রীপ্রভাতরঞ্জন সরকার