লেখক
পত্রিকা প্রতিনিধি
‘‘ .....লুন্ঠনের ফলে পুঁজিবাদ ধবংস হয় না কারণ এই জাতীয় ডাকাতিতে পুঁজিবাদীর পুঁজি কমে হয়তো, কিন্তু পুঁজিবাদের বীজ মরে না৷ মধ্যযুগের এই হীরোরা আজকের মানুষের রক্ত হয়তো গরম করে দেয় কিন্তু প্রেরণা জোগাতে পারে নাষ শক্তি সম্প্রোয়োগে মানুষের সম্পদ ছিনিয়ে বস্তুতান্ত্রিক জগতে আপাতঃদৃষ্টিতে তাকে নিঃস্ব করে ফেলা যায় বটে, কিন্তু বস্তুতান্ত্রিক জগতে ধনী হবার সুযোগ থেকে তাকে স্থায়ীভাবে বঞ্চিত করা যায় না৷ হিংসা হিংসাকেই ডেকে আনে৷ তাই এই নররক্তলোলুপ পিশাচের দল এরপরে আবার বড় রকমের ষড়যন্ত্র করতে বসে ও অল্পবুদ্ধি ডাকাতের দল শেষ পর্যন্ত তাদের হাতেই ধবংস হয়৷ শোষকরা দস্যুদের হাত থেকে যত বড় শাস্তি পেয়েছিল দস্যুরা শোষকদের হাতে তার চেয়েও বড় রকমের শাস্তি পায়৷ (কঃ প্রাঃ -১মখণ্ড) ---শ্রীপ্রভাতরঞ্জন সরকার৷
- Log in to post comments