May 2021

সাগর ব্লকে আলোচনা সভা

গত ২১শে দক্ষিণ ২৪পরগণা জেলার সাগর ব্লকে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল৷ এই সভায় আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে  আমন্ত্রিত ছিলেন আনন্দমার্গের সন্ন্যাসী আচার্য প্রসূনানন্দ অবধূত, আচার্য চিরাগতানন্দ অবধূত, আচার্য বোধিসত্ত্বানন্দ অবধূত ও ব্যারাকপুর ডায়োসিস সেক্রেটারী আচার্য সৌমসুন্দরানন্দ অবধূত৷

কোলাঘাট আনন্দমার্গ স্কুলে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জন্মশতবর্ষ  উদযাপন

গত ১৮ই এপ্রিল আনন্দমার্গ প্রচারক সংঘের পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট শাখা ও কাউরচণ্ডী আনন্দমার্গ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে জগৎগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর শুভ জন্মশতবর্ষ উদযাপন করা হয়৷

শিলিগুড়িতে এ্যামার্ট

গত লক্‌ডাউনের সময় থেকে আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিফ টিম ও রিলিফ টিমের মহিলা শাখার উদ্যোগে শিলিগুড়ি শহরে বিভিন্ন স্থানে পথবাসী মানুষদের হাতে রান্না করা খাদ্যদ্রব্য বিতরণ করা হচ্ছে৷ রিলিফ টিমের সেই কাজ এখনও চলছে প্রতিদিন৷ গত কয়েকদিনে প্রায় এক হাজার পথবাসীর হাতে তৈরী করা খাদ্য তুলে দেওয়া হয় ৷ এ্যামার্টের পক্ষ থেকে এই কাজ করে চলেছেন আচার্য সমরেশ ব্রহ্মচারী, ভুক্তিপ্রধান দীপা শর্মা ও স্থানীয় মার্গী ভাই-বোনেরা৷

 

এ্যামার্টের পক্ষ থেকে মাক্স বিলি

গত ২৫শে এপ্রিল বিহারের সীতামারি জেলায়  ভূপভৈরবকান্ত চকে আনন্দমার্গ ইয়ূনিবার্সাল রিলিফ টিমের পক্ষ থেকে প্রায় শতাধিক মানুষকে মাকস্‌ বিতরণ করা হয় ও স্থানীয় অঞ্চলে ব্যাপকভাবে স্যানিটাইজেশন করা হয়৷ এ্যামার্টের এই কাজে খুশী হয়ে সাধারণ মানুস এ্যামার্টকে সাধুবাদ জানায়৷ আচার্য পরিপূর্ণানন্দ অবধূতের উদ্যোগে সমগ্র কাজটি সম্পন্ন হয়৷

সাহারসায় অখণ্ড কীর্ত্তন

গত ২২শে এপ্রিল বিহারের আনন্দমার্গ প্রচারক সংঘের সাহারসা ভুক্তির আরাহা ইয়ূনিটের পক্ষ থেকে তিনঘন্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম্‌’ মহানামমন্ত্র কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এই কীর্ত্তনে স্থানীয় সর্বত্যাগী কর্মীবৃন্দ ও ভুক্তির মার্গী ভাই-বোনেরা অংশগ্রহন করেছিলেন৷ উক্ত অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন আরাহা ইয়ূনিটের সকল কর্মীবৃন্দ৷

ইসলামপুরে সেমিনার

গত ২৫শে এপ্রিল ইসলামপুর ডিটের গোয়াল পোখরে ব্লক স্তরের একটি সেমিনার অনুষ্ঠিত হয়৷ সেমিনারে প্রশিক্ষক ছিলেন আচার্য কৃষ্ণস্বরূপানন্দ অবধূত৷ তিনি আনন্দমার্গ আধ্যাত্মিক সামাজিক ও অর্থনৈতিক বিষয়ের ওপর আলোচনা করেন৷ বর্তমান সামাজিক ও ভৌতিক নানাব্যাধির হাত থেকে মুক্তির পথ আধ্যাত্মিক অনুশীলন৷ আলোচনাসভায় আলোচ্য বিষয় ছিল এটাই৷  সমগ্র অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন ডিট.এস.সমরেশ ব্রহ্মচারী ও স্থানীয় মার্গী-ভাই বোনেরা৷

পরলোকে উর্বশী পণ্ডিত

গোড্ডা চিত্রগুপ্ত নগরের বিশিষ্ট আনন্দমার্গী শ্রীমতি উর্বশী পণ্ডিত গত ২৫শে এপ্রিল বৈকাল ৩টা ৪মিনিটে দেহত্যাগ করেন তাঁর নিজ বাসভবনে৷ তিনি গোড্ডার ভুক্তিপ্রধান শ্রী ভূপাল পণ্ডিতের স্ত্রী৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর৷ তিনি অত্যন্ত ভক্তিমতি ও নিষ্ঠাবান মার্গী ছিলেন৷ বেশ কিছুদিন তিনি বার্দ্ধক্যজনিত রোগে ভুগছিলেন৷ তাঁর মৃত্যু সংবাদে মার্গী মহলে শোকের ছায়া নেমে আসে৷

বিজন সেতুর অনুষ্ঠান স্থগিত

আনন্দমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় জনসংযোগ সচিব আচার্য দিব্যচেতনানন্দ অবধূত এক বিজ্ঞপ্তিতে জানান করোনা সংক্রমনের ভয়ঙ্কর পরিস্থিতির কারণে এ বছর ৩০শে এপ্রিল বিজনসেতুর অনুষ্ঠানে কোন শোভাযাত্রা ও সমাবেশ হচ্ছে না৷ দেশপ্রিয় পার্ক থেকে বিজনসেতু পর্যন্ত প্রতিবছর যে শোভাযাত্রা আয়োজিত হত তাও এবছর বর্তমান পরিস্থিতির কারণে স্থগিত রাখা হয়েছে৷ প্রশাসনের অনুমতিক্রমে ওই দিন সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত বিজনসেতুতে সপ্তদশ দধীচিদের শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন  কেন্দ্রীয় কমিটির সদস্য ও আশ্রমের কর্মীবৃন্দ৷ উক্ত অনুষ্ঠানে ৫০ জনের বেশী জমায়েত করা যাবে না৷

করোনার প্রকোপ বাড়িয়ে শেষ হল সপ্তম দফার বোট

ছোট খাট অশান্তির ভেতর দিয়ে ম্যারাথন নির্বাচনের শেষ হল সপ্তম দফা৷ সপ্তম দফায় রাজ্যের পাঁচজেলার মোট ৩৪টি কেন্দ্রে ভোট হয়৷ এর মধ্যে পশ্চিম বর্ধমানে ৯টি,দক্ষিণ দিনাজপুর ৬টি, মালদহে ৬টি, মুর্শিদাবাদে ৯টি ও দক্ষিণ কোলকাতার ৪টি আসনে ভোট হয়৷ কোথাও কোন বড় গণ্ডগোলের খবর নেই৷ তবে নির্বাচন কমিশনের অব্যবস্থা, বাহিনীর বিরুদ্ধে বাড়াবাড়ির অভিযোগ যথারীতি ছিল৷ এই দিন মাদ্রাজ হাইকোর্টও নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা করে৷ নির্বাচনে দৌলতে রাজ্যে দৈনিক করোনা বৃদ্ধির হার সর্র্বেচ্চ৷ মাদ্রাজ হাইকোর্টও দ্বিতীয় দফার করোনা সংক্রমণের দায় নির্বাচন কমিশনের ঘাড়ে চাপিয়েছে৷ এমন কি খুনের অভিযোগ আনা উচিত বলে মন্তব্য করেন৷

পটোলের উপকারিতা

পরিচয় ও প্রজাতি ঃ পটোল উত্তর–পূর্ব ভারতের একটি মুখ্য সব্জী৷ কারণ এর আদি বাস পূর্ব ভারতে–বিশেষ করে গঙ্গা অববাহিকার সাহেবগঞ্জ, মালদা, নদীয়া ও রাজমহল এলাকায়৷ এছাড়াও পটোল বেশী পাওয়া যায় রাঢ়, সমতট, মিথিলা (বিহার) ও উৎকলে (ওড়িষ্যা)৷ পটোল একটি ইন্ডিকা বর্গীয় গাছ৷ ৰাংলায় একে পটোল বলে, সংস্কৃতেও ‘পটোল’৷ মগহীতে শাদা রঙের পটোলকে বলা হয় পটোল কিন্তু সবুজ রঙের পটোলকে বলা হয় ‘পরবল’৷ ভোজপুরীতে বলা হয় ‘পরুরা’ বা ‘পরোরা’৷ মৈথিলীতে ‘পরোর’, হিন্দীতেও ‘পরবল’, আর ইংরেজীতে বলা হয় ভ্র্ত্রপ্র ন্ধপ্সব্ভব্জস্তু বা ব্দশুব্ভ্ত্রব্জব্ধ ন্ধপ্সব্ভব্জস্তু.