এত উষ্ণতা আগে দেখেনি নীলগ্রহ
পৃথিবীতে যখন তাপমাত্রা নথিভুক্ত করা হচ্ছে, সেই থেকে দেখলে গত জুলাই মাসের গঙ্কড় উষ্ণতা ছিল সর্ববৃহৎ৷ এর আগে ২০১৯ সালে উষ্ণতম জুলাই থেকে ০.৩৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল৷ ইয়ূরোপীয় ইয়ূনিয়নের জলবায়ু পর্যবেক্ষক জানিয়েছে,১৮০০ সাল থেকে পৃথিবীর উষ্ণতা তার থেকে ০.৭২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল৷