December 2023

কোচবিহার ট্রফিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে বাংলাকে জেতালেন যুধাজিৎ

প্রথম ইনিংসে পিছিয়ে ছিল বাংলা৷ চতুর্থ দিন ১৮৭ রান লক্ষ্য ছিল ঝাড়খণ্ডের জিততে৷ ঘরের মাঠ রাঁচীতে মাত্র ১১৮ রানে শেষ হয়ে যায় বাংলার বিপক্ষ ঝাড়খণ্ডের৷ ৬১.২ ওভারেই শেষ হয়ে যায় বাংলার বিপক্ষ ঝাড়খণ্ড৷

চতুর্থ দিনের শুরুতে বাংলার রান ছিল ২৭০-৫৷ সেখান থেকে আর ৩০ রান যোগ করে ডিক্লেয়ার করে বাংলা৷ অনিকেত বিশ্বাস ২১২ বলে ১১৯ রান করে বাংলার জয়ের সম্ভাবনা তৈরি করে৷ সেই পরিস্থিতির সদ্ব্যহার করেন বাংলা তরুন পেসার যুধাজিৎ গুহ৷

আগামী ইউরো কাপ থেকে ফুটবলে শুরু হতে চলেছে নোতুন নিয়ম

  আগামী বছর ইউরো কাপ থেকে উঠে যাবে ‘হ্যাণ্ড অফ গড’ গোল যেটা ইংল্যাণ্ডের বিরুদ্ধে মারাদোনা ও মেসিরা করেছিলেন মেসি৷ রেফারির চোখ এড়িয়ে পায়ের বদলে হাতের কাজ এবার থেকে বন্ধ হতে চলেছে৷ হাত দিয়ে বল ছুঁলেই বুঝে যাবেন রেফারি৷ ইচ্ছা করে এই কাজ করলে শাস্তিও হতে পারে ফুটবলারদের৷