চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তান নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড
আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা মিটে যাবে৷ আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)৷ সংস্থার সহ-সভাপতি রাজীব শুক্লর আশা, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দ্রুত সমাধান সূত্র পাবে নির্বিঘ্নে প্রতিযোগিতা সম্পন্ন হবে৷ একই সঙ্গে তাঁর বক্তব্য, ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় বিসিসিআই৷