হরপা বাণে তছনছ কশ্মীর
ভারী বৃষ্টির জেরে হড়পা বান নেমেছে জম্মু-কাশ্মীরের রামবানে৷ রামবান জেলার ধর্মকুণ্ড গ্রামে হড়পা বানে মৃত্যু হয়েছে তিন জনের৷ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি৷ সারা গ্রামে এখনও শুধুই ভিটেমাটি ছাড়াদের হাহাকার৷ রামবানের বাসিন্দা ওম সিংহ সংবাদ সংস্থাকে বলেন, ‘‘আমি ওপারে থাকি, কিন্তু সেখানেও জলের স্রোত খুব তীব্র ছিল৷ আমরা সময়মতো এখানে পৌঁছোতে পারিনি৷ যখন এপারে এসে পৌঁছোলাম, তখন দেখলাম আমার দোকান-সহ গোটা বাজার ভেসে গিয়েছে৷’’ রামবানের আর এক দোকানদার রবি কুমার দীর্ঘশ্বাস ফেলে বলছেন, তাঁর দু’টি দোকান ছিল৷ দু’টিই হড়পা বানে রাতারাতি ভেসে গিয়েছে৷ রবির কথায়, ‘‘বাজারে আমার দু’টি দোকান ছিল৷ আমরা ভোর ৪টে নাগাদ জা