কাঁপন ধরা মাঘের শেষে
বসন্তের আগমন,
চেয়ে নীহারিকা আকাশের রাকা
মুখরিত উপবন৷
কৃষ্ণচূড়া রাধাচূড়া
মেতেছে আজ রঙের খেলায়,
অজ্ঞাত কার কোমল ছোঁয়ায়
সুপ্তি ভাঙ্গল দূর অবেলায়!
সম্ভাবনাময় কুঁড়ি গুলি চায়
পূর্ণ প্রস্ফুটন,
বসন্তের একান্ত অভিপ্রায়
হোক রূপায়ণ৷
করবী-কামিনী নয় অভিমানী
বসন্তে তারা হাসে,
আজ মধুমাসে চৈতি হাওয়ায়
ফুলের সুরভী ভাসে৷
অশোকে-পলাশে কি উচ্ছ্বাসে
রঞ্জিত করে বন,
কাঞ্চন বনে কোকিলের গানে
আবিষ্ট তনু মন৷
নব কিশলয় সবুজ ভূষণে
উজ্জীবিত উদ্যান,
পাতা ঝরে যাওয়া শীতের তরু
ভুলে গেছে অভিমান!
অলি-প্রজাপতি বাসন্তী অতিথি
বকুলের আবাহনে,
সৌরভ তার মৃদু সমীরণে
বয়ে আনে বাতায়নে৷
মাধবীলতার গোপন কথা
শুনিতে আসে ভ্রমর,
শিমুল-পারুল স্বাগত জানাতে
খুলিয়া রেখেছে দোর৷
রঙের খেলায় ফুলের মেলায়
পূর্ণিমা চাঁদ হাসে,
মধুপ-গুঞ্জরণ পুলকিত মন
মহুয়া ফুলের বাসে৷
আম্রমুকুলে ঢেকেছে রসাল
জগৎ জোড়া সুনাম,
বৈভবে ভরা ঋতুরঙ্গে ধরা
স্রষ্টাকে জানাই প্রনাম৷
- Log in to post comments