দেশ পুজ্য নেতাজী

লেখক
প্রভাত খাঁ

কীর্ত্তি যাঁর রহে এ ধরায়

স্বরনের বালুকা বেলায়

তিনিই অমর হন৷

 

স্বাধীনতা, মানবতা তরে

যিনি যান সংগ্রাম করে

দেশ নেতা হয়ে তিনি রন৷

 

স্বার্থক নেতাই হন দেশের নেতাজী

একসূত্রে বাঁধি সবে রচি’মহাজাতি

মুক্তির আশ্বাস দানি করি মহারন৷

 

ব্যষ্টি স্বার্থ যশ খ্যাতি ধন

পায়েতে দলিয়া যিনি যান

তিনিই বরনীয় স্মরনীয় দেশ পূজ্য হন৷

 

বিশ্বকবি ‘‘নেতাজী’’ নামেতে যাঁরে করেন বরণ

তাঁরেই পরমপিতা বজ্র কৌস্তভ কন,

জ্বলন্ত ধূমকেতু উল্কার অনলশিখা হয়ে ইতিহাসে রন৷

 

তোমার অসমাপ্ত কর্ম পূর্ণ করিবারে

জাগিতেছে তরুণের দল দিকে দিকে

ভ্রষ্টাচারী, দলনীতি করিতে দলন৷