অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া সার্বিক উন্নয়ন সম্ভব নয়
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই অর্থনীতিতে আবার অশনী সংকেত৷ ২০১৮ সালেই বিশ্বের উন্নয়ন সূচকে ভারতের অবস্থান ছিল ১৩০তম স্থানে৷ ১৮৯ টি দেশের উন্নয়ন সূচক তুলনামূলকভাবে আলোচনা করতে গিয়ে এই চিত্র বেরিয়ে এসেছিল৷
অবাক হওয়ারকথা বটে! ভারতের মন্ত্রী মহোদয়রা তখন তো ভারতের উন্নয়নের ঢক্কানিনাদে তুলে দেশ মাতিয়ে তুলেছিলেন৷ দাবী করতেন, ভারত এখন বিশ্বের সবচেয়ে উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে৷ কিন্তু নেতাদের দাবীর সঙ্গে অর্থনীতির চিত্র সম্পূর্ণ ভিন্ন! আর একটি সমীক্ষায় দেখা গেছে, ২০১৮ সালের ‘হ্যাপিনেস ইনডেক্স’-এর চিত্রে গোটা বিশ্বে সুখের মাপকাঠিতে ভারতেরস্থান ১৪০ নম্বরে৷