লেখক
রাম দাস বিশ্বাস
এক ঝাঁক স্বপ্ণ আকাশ ঘিরে
হাওয়া চিরে যায় ফিরে পাখিরা নীড়ে৷৷
উচ্ছ্বল ছল ছল নদী ধায় সাগরে
ঝড় ঝড় বারি ধারা ঝড়ে শুধু অঝোরে
নীলাকাশ নিঃসীম যায় হারিয়ে
আমার হৃদয়ে ভরা গানের ভীরে৷৷
ফুল হাসে অবিরাম
মধুময় অভিরাম
সুরভিতে মাতায় বিশ্ব
জানে না কি আছে তার
কার তরে সম্ভার
ঢেলে দিয়ে হয়ে যায় নিঃশ্ব
মাতাল মনটা কারে চায় কে জানে৷
কারতরে দশদিক ভরে সে গানে৷
আনন্দে হারা হিয়া আসে যে ফিরে
যখন রাগিনী জাগে মধুর নীড়ে৷৷
- Log in to post comments