রাজনৈতিক দলগুলি সংযত হোক ঃ এ রাজ্যের জনগণকে আরও সজাগ হতে হবে
এক সমীক্ষায় বলা হয়েছে, এদেশে ২০১৩-২০১৪ অর্থবর্ষে কৃষিক্ষেত্রে উন্নতির যে হার ছিল ২০১৭তে সেই উন্নতির হার অনেক কমেছে৷ সেই কারণে কর্ষকদের মধ্যে মৃত্যুহার ও হাহাকার বাড়ছে৷ তাঁরা অনেকেই আত্মহত্যা করছে৷ কেন্দ্রীয় সরকারের লেবার ব্যুরোর প্রাপ্ত সংবাদে জানা যায় ১লা এপ্রিল থেকে জুলাই ২০১৭তে ৪৭ হাজার চাকরীর অবলুপ্তি হয়েছে৷ ছোট ব্যবসায়ী যারা ধান বিক্রি করে ৯ শতাংশ লাভ করেছিল৷ সেই পরিমাণ কমে ৫ শতাংশ হয়েছে৷