কার্ত্তিক

Baba's Name
শ্রী প্রভাতরঞ্জন সরকার

সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী মূল শব্দটায় যদি দ্বিত্ব থাকে তাহলে তজ্জাত শব্দের রেফ্–এর তলার ব্যঞ্জনে দ্বিত্ব রাখতেই হবে, যেমন ‘কার্ত্তিক’/বার্ত্তিক৷ যেহেতু মূল ‘কৃত্তিকা’ শব্দ থেকে এসেছে–‘কৃতিকা’ থেকে নয়, তাই ‘কার্ত্তিক’ বানানে দু’টো ‘ত’ রাখতেই হবে৷ তেমনি বার্ত্তিক, পরিবর্ত্তন, অনুবর্ত্তন ইত্যাদি৷ কিছুদিন আগে কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্ত্তৃপক্ষ বানান সংস্কারের জন্যে একটি কমিটি তৈরী করেছিলেন৷ কমিটি এ ব্যাপারে আলোচনার পর কিছু মন্তব্য করেছিলেন ঠিকই কিন্তু এ বিষয়ে কেন সুস্পষ্ট নির্দেশ দেন নি৷