কবিরা ভালো থেকো

লেখক
সাক্ষীগোপাল দেব

যন্ত্রণা ছাড়া হয় না সৃষ্টি

সব সৃষ্টির মূলে

সবার কষ্ট নিজে নেয় কবি

আপন কষ্ট ভুলে৷

কবিরা সব স্বপ্ণ দেখে

সুন্দর পৃথিবীর,

হাজার ব্যথা পেলেও কবি

লক্ষ্যে থাকে স্থির৷

মুক্তির গান গেয়ে যায় কবি

গায় বাঁধন ছেঁড়ার গান,

কাঁপন ধরায় শোষকের বুকে

স্তব্ধ মেসিনগান৷

সদা জাগরুক কবির বিবেক

সমাজের ওরা প্রহরী,

মানবতা তাই আজ ও মরে নাই

ওরা, যতনে রয়েছে ধরি৷