মৃত্যুর মিছিল

লেখক
প্রভাত খাঁ

এ কোন সভ্যতা এ কোন ব্বরতা?

মৃত্যুর মিছিল চলে নেশার ঠেকে

আর হাসপাতালে অবিরাম গতিতে

গৃহে গৃহে ক্রন্দনের রোল,

এদিকে জ্বলন্ত বাতি হাতে নগরের রাস্তায় রাস্তায়

বিদেহী অতৃপ্ত আত্মার শান্তি কামনায়

নীরব পদচারণার এক মর্মন্তুদ ছবি

         চোখে আনে জল

এ কার পাপ? কোন অপরাধীর অপরাধের

এতো বড়ো ভয়ংকর নারকীয় পরিণতি?

গণতন্ত্রের বুকে এ কোন কদাচারী

শাসকের শাসনের কদর্য কুকর্মের ফল?

ন্যায় সত্য ধর্মের ঠুলি পরে আছে যারা

হতভাগ্য মানুষের তরে কতটুকু

সেবা দিতে পেরেছে তারা

তারই কৈফিয়ৎ দাবী করে মহাকাল৷

 

বর্ণচোরা যতো সব শয়তানের দল

লালসার পূর্ত্তি তরে করি নানা ছল

হতভাগ্য মানুষেরে করিয়া শোষণ

দানবের নৃত্য করে শ্মশানের পরে৷

হায় গণতন্ত্র খণ্ড ক্ষুদ্র সংকীর্ণ

দলতন্ত্রের বিষাক্ত নখরাঘাতে

মৃতপ্রায় রক্তাক্ত হয়ে পথমাঝে

        ধূলিতে লুটায়

আর মানবতা, বিশ্বৈকতা

লজ্জাপেয়ে অন্ধকারে মুখ যে লুকায়৷