নিত্যকালের সাথী

লেখক
সুকুমার রায়

তুমি সবার নিত্যকালের সাথী

মোহন বেশে তুমি চিন্ময় জ্যোতি৷

এসেছ ধরায় অনাবিল আনন্দ মননে

পতিত পাবন জীবমুক্তির কারণে৷

নির্গুণ প্রভু তুমি সগুণের মাঝে

শরণ দিয়েছ সবারে প্রীতির সাজে৷

 

প্রভু জানিনা কি দিয়ে পূজিব তোমায়

তোমার সৃষ্টি এজগৎ

রেখেছো সাজায়৷

যোগী ঋষি গণ

তোমার মন করেছে হরণ

তাইনা বুঝি ভক্তরা সদা

আনন্দে মগন৷

জেনেছি প্রিয় কিসে অভাব

হল তোমার!

তাই তো মোর মন

করি অর্পণ তোমায় এবার৷