পোষাক

Baba's Name
শ্রী প্রভাতরঞ্জন সরকার

বিশ্ব-ভাষার তুলনায় বিশ্ব-লিপির প্রয়োজন অনেক কম, আর বিশ্ব-পোশাকের কোনো প্রয়োজনই নেই৷ শুধু বিশ্ব-পোশাক কেন বিভিন্ন রাষ্ট্রের জাতীয় পোশাক থাকলেও কোন কিছু থাকা আমার মতে অবাঞ্ছনীয়৷
মানুষ তার পোশাক নির্বাচন করে স্থানীয় জলবায়ু ও পারিপার্শ্বিকতা বুঝে নিজের শারীরিক ও পেশাগত প্রয়োজনের কথা ভেবে৷ সুতরাং কারও পোশাক সম্বন্ধে কোন রকমের মন্তব্য না করাই ভাল৷ দৃষ্টান্তস্বরূপ লতে পারি পূর্বভারত ও পূর্বপাকিস্তানের স্বাভাবিক পোশাক লুঙ্গি-ধুতি ও পাঞ্জাবী৷ কিন্তু কল-কারখানায় কাজ কর্রার সময়ে পূর্বভারতের লোকেরা প্রয়োজনের তাগিদেই প্যাণ্ট পরে থাকে৷ ঠিক তেমনি উত্তর পশ্চিম ভারত ও পশ্চিম পাকিস্তানের খানদানী পোশাক পায়জামা-শেরওয়ানী হলেও এ অঞ্চলের কর্ষকেরা জমিতে লাঙ্গল ঠেলবার সময় সে পোশাক পরে না৷ এই অবস্থায় কোন পোশাকটা ভাল আর কোনটা মন্দ তা নিয়ে কোন প্রশ্ণই উঠতে পারে না ৷
কসমোপলিটান(cosmopolitan) শহরগুলিতেও আমরা এর সার্থকতা কিছু কিছু দেখতে পাই |

উৎস

আজকের সমস্যা বই থেকে