পঞ্চ দধীচি

লেখক
সুকুমার সরকার

অমর আত্মারাই জানে আত্মত্যাগের কী সুখ!

ভোগী তো দুঃখের সমুদ্রে ভাসে যার

জলের গভীরে থাকে কুমির আর কামটের ভয়

তোমরা নির্ভয় সমুদ্র পাড়ি দিয়ে গেছো

অমর অত্মার হে পঞ্চ দধীচি

কান্ডারি ছিল তারকব্রহ্ম শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী৷

আমরা ভোগের সমুদ্রে নেমেছি

তোমরা আমাদের পথ দেখাও

পলাশের রঙে যাঁরা রাঙিয়েছো জীবন

অমর আত্মার হে পঞ্চ দধীচি

আমাদের সঙ্গেও কি তারকব্রহ্ম নেই?

তবে এতো মহান্ধ কেন আমরা?

তোমাদের আত্মত্যাগের অস্থি-অস্ত্রে

কেন সান নেই আমাদের?

তোমাদের আত্মত্যাগের অস্থি-অস্ত্রে

কেন সান নেই আমাদের?

কেন ভুল দিকে তাক করে আছি সেই অস্ত্র?

আমাদের পথ দেখাও

অমর আত্মার হে পঞ্চ দধীচি!

আরবার জেগে উঠি যেন শিমুল পলাশের রঙে

ওইতো,তারকব্রহ্ম

আমাদের দিকেও চেয়ে আছেন

আমরাও দধীচি হবো সকলে!