লেখক
শর্মিলা রীত
শীতের আমেজ শেষের বেলায়৷
ফাগুন মাতল রঙের খেলায়৷৷
ফুলের গন্ধ বিকশিত৷
শুভ্র পলাশ প্রস্ফূটিত৷৷
রামধনু ওই রঙের শোভা৷
কৃষ্ণচূড়ার রক্তিম আভা৷৷
আবির খেলায় মাতল মন৷
বাউল গান আর শান্তিনিকেতন৷৷
সবটুকু থাক হিয়ার মাঝে ৷
নতুন বৃন্ত গাছে গাছে৷৷
সবার মনে লাগুক রঙ৷
বসন্ত এসে গেছে৷৷
- Log in to post comments