রূপসী বাংলা

লেখক
সাক্ষীগোপাল দেব

ধন্য আমি জন্ম আমার

          শস্য শ্যামল বঙ্গে,

ছয়টি ঋতু খেলে হেথায়

          নানা মধুর রঙ্গে৷

গ্রীষ্ম আসে রুদ্র যেন

          পোড়ায় জরাজীর্ণ

যত আছে সব পুরাতন

          অর্দ্ধমৃত শীর্ণ৷

বর্ষা যেন মঙ্গল ঘট

          ছড়ায় শীতল বারি,

ধরায় নব সৃষ্টি শুরু

          বার্র্ত যেন তারি৷

শরৎ এলো মেঘের ভেলায়

          কাশফুলেদের সাথে,

নবীন ঘাসের গালচে পাতা

          জ্যোৎস্না হাসে রাতে৷

হেমন্তেরই স্নিগ্দ সকাল

          ঘাসে শিশির বিন্দু,

শিউলি ফুলের মিষ্টি সুবাস

          রাতের শোভা ইন্দু৷

শীতের সাথে হিমেল হাওয়া

          আনে নূতন স্বাদ,

নলেন গুড়ের পিঠে ছাড়া

          জীবনটাই বরবাদ৷

বসন্ত যে ঋতুর রাজা

          রং বে-রং এর হোলি,

বঙ্গমায়ের চরণে দেয়

          প্রাণের অঞ্জলি৷