লেখক
আচার্য গুরুদত্তানন্দ অবধূত
তোমার পরশে ধন্য জীবন
ধ্যানেতে তোমার হয়েছি মগন,
স্বপন ঘোরে ফেলিয়া চরণ
তুমি অবারিত দ্বারে এলে৷
তোমার হরষে মেতেছে এমন
জীবনে এসেছে মধু লগন,
কানন কুসুমে সুরভি ছড়ায়ে
তুমি মাধুরী ভরিয়ে এলে৷
তোমার মহিমা জানি সে অপার
সরাও মনের যতেক আঁধার,
বাঁশরী তানে নাচিয়ে পরাণ
তুমি চেতনা জাগিয়ে এলে৷
আগমনে তোমার বাহিছে তুফান
আঘাত হেনেই বাঁচালে যে মান
ভাবজড়তায় করে খান খান
তুমি দাম্ভিকে হানি এলে৷
কল্যাণ তরে সমর্পিত প্রাণ
সাধন সমরে একাগ্র মন,
দানবীয় ত্রাসে মুছিয়া দিতে
সারথিরূপে তুমি এলে!
- Log in to post comments