আসছে শরৎ আকাশে বাতাসে ভেসে
নৃত্যের ছন্দে তালে তালে নবীন বেশে
বন বনানী খুশীতে দোলায় আপন শাখায়
রঞ্জিত শ্যামল শোভা স্বাগত জানায়
বাসনা ভরা বিলাসী মন চঞ্চল পবনে
শারদপ্রাতে সোনালী আভা
লেগেছে প্রাণে৷
খুশীর আলোয় মনে
দেয় দোলা শীতলবায়
সদা মন ছুটে মুক্ত গগনে
কার যে আশায়৷৷
- Log in to post comments