লেখক
আচার্য গুরুদত্তানন্দ অবধূত
রৌদ্রের খরতাপে সেদিন
নগ্ণ পাহাড় হতো উত্তপ্ত,
পাষাণ পাথরের বুক চিরে
নাবতো শীর্ণ নদী নালা,
মলিন মুখে ফুটতনা হাসি,
জুটতনা আহার পেট ভরে,
পানীয় জল ছিল অপর্যাপ্ত৷
আজ তোমার আগমনে
জাগল স্পন্দন প্রাণে
মলিন মুখে ফুটল হাসি,
নাবল অবিরাম বৃষ্টিধারা,
হ’ল বন সর্জন,
ফুটল কুসুম বনে
পাখীরা গাহিল গান,
বাজল মাদল করতাল,
নেবে এলো নর্ত্তকীদল
ছন্দ মাধুর্য ভরি
আন্দোলিত করি তনু মন
তোমায় স্বাগত জানাতে আজ
কত কি না আয়োজন!
- Log in to post comments