তোমার মন্ত্র

লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত

তোমার মন্ত্র কর্ণে শ্রবণ

নতুন জীবন উদ্বোধন৷

তোমার চোখের আলোয় স্নাত

হৃদয়-কমল প্রস্ফূটিত৷

তোমার মন্ত্র যেদিন শ্রুত

ধন্য জীবন পবিত্রপূত৷

তোমার মন্ত্র অমোঘ সত্য

জীবনে জাগানো মনুষ্যত্ব৷

লহ এ হৃদয় তোমারি দ্রব্য

তুমি যে আমার পরম লভ্য৷

করেছো করুণা, আজ অতএব

প্রণাম লহ, হে গুরুদেব৷

পঞ্চদশ অক্ষমালা

সাজানো তোমার মন্ত্র-ডালা৷

তোমার মন্ত্র আমার জন্য

প্রাণ-স্পন্দনে করেছে ধন্য৷

তোমার মন্ত্রে নেইকো নেতি

চরৈবেতি চরৈবেতি৷

তোমার মন্ত্রে শয্যাশায়িনী

জাগবে কুলকুণ্ডলিনী৷

তোমার মন্ত্র আলো-বর্তিকা

তাতে লক্ষ্যের ঠিকানা লিখা৷

আর নেই ভয় ঘেন্না শরম

পথ-নির্দেশ পেয়েছি চরম৷

তোমার মন্ত্র শ্বাস প্রশ্বাসে

অজ্ঞানতার আঁধার নামো৷

হৃদয়-পদ্ম চরণে সপি

তোমার মন্ত্র দুবেলা জপি৷

তোমার মন্ত্রে আমার চিত্ত

করবে ভ্রমণ আত্মতীর্থ৷

বহুদিন হলো আছি পরবাসে

এবার যে যাবো শ্রীনিবাসে৷

সেই তো আমার পরমাশ্রয়---

আনন্দময়, আনন্দময়৷