এই জগতে তোমরা মুখ্যতঃ তিন ধরনের মানুষ দেখতে পাবে ঃ উত্তম, মধ্যম ও অধম৷ প্রথম শ্রেণীর মানুষ বলব তাদের যাদের চিন্তায়, বাচনিকতায় ও কর্মে মিল আছে অর্থাৎ তারা যেমনটি ভাবে তেমনটিই বলে৷ আবার যেমনটি বলে তেমনটি কাজেও করে৷ এরা হ’ল উত্তম শ্রেণীর মানুষ৷
দ্বিতীয় শ্রেণীর মানুষ হ’ল তারা যাদের চিন্তায় ও বাক্যে মিল নেই৷ কিন্তু তারা মুখে যা বলে কাজে তা–ই করে, অর্থাৎ তারা মনে মনে ভাবে এক রকম কিন্তু মুখে বলে আর এক রকম৷ তবে তারা মুখে যা বলে কাজেও তা–ই করে৷ এরা হ’ল মধ্যম শ্রেণীর মানুষ৷
আর তৃতীয় শ্রেণীর মানুষ বলব তাদের যাদের চিন্তায়, বাচনিকতায় ও কর্মে কোন মিলই নেই, কোন সামঞ্জস্য নেই৷ এই ধরনের লোকেরা মনে মনে এক ধরনের ভাবে, মুখে আর এক ধরনের কথা বলে, আবার কাজের বেলায় ঠিক উল্টোটা করে৷ এরা হ’ল অধম শ্রেণীর মানুষ৷
আজকের পৃথিবীতে অধিকাংশ নেতৃস্থানীয় মানুষ এই অধম শ্রেণীভুক্ত৷ তোমরা কিন্তু উত্তম শ্রেণীর মানুষ হতে চেষ্টা করো৷ অর্থাৎ তোমরা যেমনটি ভাববে তেমনটিই বলবে, আর যেমনটি মুখে বলবে তেমনটি কাজেও করবে৷ (পটনা, ৭ই অগাষ্ট, ১৯৭৮)