কৃষিনীতির আমূল পরিবর্তন চাই
রাজশক্তির উত্থান–পতন হয়ে চলেছে৷ রাজনৈতিক ক্ষমতার হাতবদল হচ্ছে৷ কিন্তু গ্রামের কর্ষকদের জীবন–কথার কোনো পরিবর্তন হচ্ছেনা৷ তারা গায়ের রক্ত জল করে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলাচ্ছে৷ তারা খাদ্য উৎপাদন করছে৷ কিন্তু তারা, তাদের পরিবারবর্গ অর্দ্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে, সে খাদ্য মজুত হচ্ছে তাদের ভাঁড়ার ঘরে–এই খাদ্য উৎপাদনের সঙ্গে যাদের কোনো সম্পর্কই নেই৷ যে মাটিতে খাদ্য উৎপাদন হচ্ছে, সে মাটিকেই তারা চেনেই না৷
- Read more about কৃষিনীতির আমূল পরিবর্তন চাই
- Log in to post comments