June 2017

৪৮ ঘন্টায় ৫ জন কর্ষকের আত্মহত্যা

মধ্যপ্রদেশ , মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্যে কর্ষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য, কৃষিঋণ মুকুব প্রভৃতি দাবীতে আন্দোলন করে চলেছেন৷ মধ্যপ্রদেশের মন্দসৌরে বিক্ষোভরত কর্ষকদের  ওপর পুলিশের গুলি চালানোর  ফলে ৬ জন কর্ষকের মৃত্যু হয়েছে ৷ তার বিচার চাইতে বিভিন্ন কর্ষক সংঘটনগুলি নয়াদিল্লীতে মানবাধিকার কমিশন হাজির হয়েছেন৷ এর মধ্যে  মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে ৪৮ ঘন্টার মধ্যে ৫জন কর্ষক আত্মঘাতী হয়েছেন৷ কেন্দ্রের মোদী সরকার নিজেদের মুখ রক্ষার জন্যে ১৪ই জুন কৃষিঋণের ওপর সুদের হার ৯ শতাংশ  থেকে কমিয়ে ৫ শতাংশ কার হবে বলে ঘোষণা করেছেন৷ আরও বলেছেন, যে সব কর্ষক সময়মত তাদের ঋণ নেওয়া সুদে আসলে মিটিয়ে দেবেন, তাঁরা আগামীদ

লন্ডনে ২৪ তলার বাড়ীতে আগুন

ব্রিটেনের পশ্চিম লন্ডনে একটি ২৪ তলার বাড়ীতে অগ্ণিকান্ডের  ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে৷ এই বহুতল বাড়ীটিতে ১২০ টি ফ্ল্যাট রয়েছে৷  বহুতল বাড়ীটির  ৬০০ বাসিন্দা আগুনের ভেতরে আটকে আছে বলে অভিযোগ৷ তিনতলার  একটি ফ্ল্যাটে রেফ্রিজারেটর ফেটে-শর্টসার্কিটে র ফলে এই অগ্ণিকান্ড  ঘটেছে বলে অনুমান করা হচ্ছে৷ ঘটনাস্থলে ২০০টি দমকল উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে৷ এ পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ তবে মৃতের সংখ্যা অনেক বেশি বলেই অনুমান৷

আমরা বাঙালীর পক্ষ থেকে  শ্যামবাজারে পথসভা

কলিকাতা,১২ইজুন ঃ আমরা বাঙালীর পক্ষ থেকে গত ১২ই জুন রবিবার শ্যামবাজারে পাঁচমাথার মোড় সংলগ্ণ ভূপেন বোস এ্যভিনিউ-এ বিকাল ৫টায়  বর্তমানে দার্জিলিংএ  যে অগ্ণিগর্ভ অবস্থা তৈরী  হয়েছে সেই পরিপ্রেক্ষিতে  একটি পথ সভার আয়োজন করা হয়৷  অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্ঠে ‘‘বাংলা আমার দেশ, বাংলাকে ভালাবাসি’’ এই প্রভাত সঙ্গীতটি ও অতুল প্রসাদের গান পরিবেশন করেন কুমারী সুরশ্রী মাইতি৷  এর পরেই সভার কাজ শুরু হয় ৷ বক্তাদের মধ্যে ছিলেন তরুণ ঘোষ, আমরা বাঙালীর কেন্দ্রীয় সহসচিব তারাপদ বিশ্বাস, হিতাংশু ব্যানার্জী, হুগলী জেলা সচিব জ্যোতিবিকাশ সিন্হা, কলকাতা জেলা সচিব সুনীল চক্রবর্তী, জয়ন্ত দাস প্রমুখ৷ কেন্দ্রীয় সচিব বকুল

স্মৃতির সরণি

হিমাংশু মিস্ত্রী

তৃপ্তি ভরে করলে আহার,

     যেমন ওঠে ঢেকুর,

‘সহজ পাঠে’ তেমন আমি

     পড়ি রবিঠাকুর৷

কত আছে গল্প নাটক

     গান কবিতা ছড়া,

বাচ্চু বুবাই পড়ে সবাই

     দারুণ মিঠে-কড়া৷

গোরুর গাড়ী বংশীবদন

     বক্সিগঞ্জের হাট,

পদ্মানদী পার হয়ে যাই

     শিলাইদহের ঘাট৷

পাঁচমুড়ো সে পাহাড় দেখে

     ফিরছি বাড়ীর পথে,

এমন সময় দেখা হ’ল

     কাবুলিওয়ালার সাথে৷

ক্ষান্তবুড়ির দিদিশ্বাশুড়ি

     বললে তখন গিয়ে---

শাড়ীগুলো রোদ্দুরে মেল

     ভূবনডাঙ্গায় নিয়ে৷

গরম কাল ঠোকে তাল

শিবরাম চক্রবর্ত্তী

গরম কালে লোভের কবলে

     একবার যে পড়ে

দেহ নড়বড় পেট গড়বড়

     ঘর-বার সে করে৷

গরম কালে সমান তালে

     গরম যায় তাল ঠুকে,

নাইলে দু’বার গরম এবার

     শেল হানে না বুকে৷

গরম কালে শক্তি বলে

     ভরা থাকে শাকসব্জি৷

সুস্থাস্থ্যেরে রাখতে ধ’রে

     খাও তারে ডুবিয়ে কব্জি৷

গরম কালে ছাতা খুলে

     যে জন সদা চলে,

রোদ ও গরম হয়ে নরম

     তারে কিছু না বলে৷

আনন্দনগরের তন্ত্রপীঠ

আচার্য ত্রিগুণাতীতা অবধূত

আনন্দনগরের গোয়াই নদী

     ঝিরঝির পানি বয়

শোষিত বাঙলা---বঞ্চিত বাংলা ও বাঙালী (২)

তারাপদ বিশ্বাস

(পূর্বে প্রকাশিতের পর)

১৬) কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান তথা কেন্দ্রীয় সরকারী দপ্তর সমূহে, ত্রি-ভাষা সূত্র মেনে প্রতিটি সরকারী কাজে হিন্দি ও ইংরাজীর পাশাপাশি প্রাদেশিক ভাষাকেও সমান গুরুত্ব দেওয়াটাই আইনসিদ্ধ৷ ১৯৮৬ সালের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী ত্রি-ভাষা সূত্র পশ্চিমবঙ্গে অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয়, সৈনিক সূকল  এ্যটোমিক এনার্জী স্কুল, রেল ও অন্যান্য দপ্তর পরিচালিত বিদ্যালয়ে মানা হয় না৷

নারী প্রতিবাদে নামখানায় গার্লস্ প্রাউটিষ্টদের স্মারক পত্র  পেশ ও পথসভা

এখনও প্রতিদিন সমাজে নানান অজুহাতে বধূনির্যাতন, বধূহত্যা, তথা নানাভাবে নারী নির্যাতন চলছে৷ সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারী নির্যাতনের প্রতিবাদে ও সমাজের প্রতিটি নারীর সামাজিক অর্থনৈতিক নিরাপত্তার দাবীতে গার্লস্ প্রাউটিষ্টের তরফ থেকে গত ৯ই জুন দক্ষিণ ২৪পরগণার নামখানাতে স্থানীয় বিডিওর কাছে এক স্মারকপত্র দেওয়া হয় ও নামখানা ফেরীঘাটে গার্লস্ প্রাউটিষ্টের তরফ থেকে এক পথসভারও আয়োজন করা হয়৷ এই পথসভায় সমাজের নানাস্তরে নারী নির্র্যতনের প্রতিবাদে ও সর্বক্ষেত্রে প্রতিটি নারীর সামাজিক অর্থনৈতিক নিরাপত্তার দাবীতে বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ অদ্বৈতা আচার্যা, অবধূতিকা আনন্দ রূপাতীতা আচার্যা, অবধূতিকা আনন্দগতি

ভাঙ্গড়ে  পাওয়ার গ্রিডে আগুন

দক্ষিণ ২৪ পরগণায় পাওয়ার গ্রিড সাবষ্টেশনের বিরুদ্ধে আন্দোলন চলছিল৷ তারই মধ্যে ১৪ই জুন সন্ধ্যায় কে বা কারা পাওয়ার গ্রিডের ভেতরে আগুন ধরিয়ে দেয়৷ গ্রামের মানুষ এসে আগুন নিবায়৷ কে বা কারা আগুন লাগিয়েছিল তা এখনোও জানা যায়নি৷  প্রমোটারের লোকজন বা এই আন্দোলনকে কেন্দ্র করে বহিরাগতরা এ কাজ করেছে বলে অনেকে মনে করছেন৷

দশতলার ওপর থেকে মা ছুড়ে ফেললেন শিশুকে!

লন্ডনে ২৪ তলা বাড়ীতে দাউ দাউ করে আগুন জ্বলছে৷ দশ তলার ফ্ল্যাট থেকে এক মা কোলের সন্তানকে বাঁচাতে কম্বলে মুড়ে নীচে ফেলে দিলেন৷ যদি কেউ রক্ষা  করেন! সেই ধোঁয়ার মধ্য থেকে ফেলে দেওয়া শিশুকে এইভাবে পড়তে দেখে  একজন লুফে নেন৷ ঈশ্বরের কৃপায় শিশুটি বেঁচে যায়৷ মা কেমন আছেন জানা যায়নি৷

নামখানায় অখন্ড কীর্ত্তন

নামখানা ঃ গত ১০ইজুন নামখানা ব্লকে শ্রীমতী তাপসী মাইতির গৃহপ্রাঙ্গনে ‘বাবা নাম কেবলম্’’ মহামন্ত্রের অখন্ড কীর্ত্তনের আয়োজন করা হয়৷ অখন্ড কীর্ত্তন পরিচালনা করেন৷ অবধূতিকা আনন্দরেখা আচার্যা, অবধূতিকা আনন্দ অদ্বৈতা আচার্যা অবধূতিকা আনন্দ রূপাতীতা আচার্য প্রমুখ৷ কীর্ত্তনের পর মিলিত সাধনা ও স্বাধ্যায়ের পর আনন্দমার্গের দর্শন, ভক্তিতত্ব ও কীর্ত্তন মহিমার ওপর বক্তব্য রাখেন আচার্য জ্যোতির্ময় ব্রহ্মচারী ও অবধূতিকা আনন্দ গতিময়া আচার্র্য৷ সবশেষে যথারীতি নারায়ণ সেবার আয়োজন  করা হয়৷