৪৮ ঘন্টায় ৫ জন কর্ষকের আত্মহত্যা
মধ্যপ্রদেশ , মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্যে কর্ষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য, কৃষিঋণ মুকুব প্রভৃতি দাবীতে আন্দোলন করে চলেছেন৷ মধ্যপ্রদেশের মন্দসৌরে বিক্ষোভরত কর্ষকদের ওপর পুলিশের গুলি চালানোর ফলে ৬ জন কর্ষকের মৃত্যু হয়েছে ৷ তার বিচার চাইতে বিভিন্ন কর্ষক সংঘটনগুলি নয়াদিল্লীতে মানবাধিকার কমিশন হাজির হয়েছেন৷ এর মধ্যে মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে ৪৮ ঘন্টার মধ্যে ৫জন কর্ষক আত্মঘাতী হয়েছেন৷ কেন্দ্রের মোদী সরকার নিজেদের মুখ রক্ষার জন্যে ১৪ই জুন কৃষিঋণের ওপর সুদের হার ৯ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ কার হবে বলে ঘোষণা করেছেন৷ আরও বলেছেন, যে সব কর্ষক সময়মত তাদের ঋণ নেওয়া সুদে আসলে মিটিয়ে দেবেন, তাঁরা আগামীদ