বেদপাঠ
আদিহীন অন্তহীন নীলিমার বিপন্ন বিস্ময়
নিরন্তর বহমান সময়ের চাকা ঘুর্ণমান
রাত্রির নিয়তি না কি নিয়তির রাত্রি হয় ক্ষয়
সেকেণ্ড মিনিট পলে পলে চলে কোন মহাযান?
পৃথিবীর প্রান্ত হতে মহাশূন্যের পানে কে ধায়
ইতিহাসের প্রথম পাতার পুর্বের যে পৃষ্ঠায়
যেখানে হয়নি লেখা কালি ও কলমের ছোঁয়ায়
লিখিত পাণ্ডুলিপি দেখাবে আর কোন দ্রষ্টায়?
যে নদী আজ বুক ভরা তৃষ্ণার জল রাশি ধরে
পেয়েছে পরিচয় সীমাহীন সমুদ্রের সংজ্ঞায়
কোন রূপে অন্তলীন জলধির যৌবন সম্বরে
অম্বরে ঢেকেছে পঙ্কিল পৃথিবীরে স্নিগ্দ গঙ্গায়?
- Read more about বেদপাঠ
- Log in to post comments