September 2018

শিশুদের জন্যে স্বাস্থ্য বিধি

পাঁচ বৎসরের কম বয়স্ক্ বালক–বালিকার প্রধান খাদ্য দুগ্ধ ও  ফলমূল৷ শ্বেতসার, শর্করা ও স্নেহ জাতীয় খাদ্য যত কম দেওয়া যায় ততই মঙ্গল৷ কারণ ওই সকল খাদ্য শিশুর অপরিণত যকৃৎ ও পরিপাক যন্ত্রগুলিকে দুর্বল করে দেয়৷

প্রভাতসঙ্গীতের ৩৬ বর্ষ পূর্ত্তি প্রসঙ্গে

দাদাঠাকুর

আজ থেকে ৩৬ বছর আগে ১৯৮২ সালের ১৪ই সেপ্ঢেম্বর দেওঘরে শান্ত স্নিগ্ধ পরিবেশে আমাদের পরমশ্রদ্ধেয় বাবা মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্র্ত্তিজ্ প্রভাত সঙ্গীত রচনা শুরু করেন৷ এর আগে কেউ জানতই না যে তিনি সঙ্গীতের সুর, লয়, তাল প্রভৃতি সম্পর্কে সব কিছুই জানেন৷ তিনি কারও কাছ থেকে এই সব শেখেননিও৷ কিন্তু হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে তিনি সঙ্গীত রচনা শুরু করে দিলেন৷ তাতে সুরও দিলেন তিনি নিজে৷ এই সুর দিয়ে আমাদের দিয়ে গান গাওয়ালেনও৷ বলা বাহুল্য, আমিও সেদিন ওখানেই ছিলুম৷ আমরা আমাদের পরমপ্রিয় বাবার রচিত সঙ্গীত তাঁর সুরেই সমবেত কণ্ঠে গাইছিলুম–

বন্ধু হে নিয়ে চলো, আলোর ওই ঝর্ণাধারার পানে৷৷

নবেম্বরের অষ্ট্রেলিয়া সফরে সেখানকার পিচে খেললে কোন সমস্যার সৃষ্টি হবে না--- আশ্বাস দিলেন ওয়াটসন

এ বছরের আগামী নবেম্বর মাস থেকে শুরু ভারতের অষ্ট্রেলিয়ার সফর৷ ইংল্যাণ্ডে ভারতীয় ব্যাটিংয়ের ভরাডুবি হলেও শেন ওয়াটসন মনে করেন, অষ্ট্রেলিয়ায় এ রকম হাল হবে না৷

আচার্য কীত্যানন্দ অবধূত ফুটবল  টুর্র্ণমেন্ট ফ্যাইনাল খেলা

আনন্দনগর ঃ গত ২৫ ও ২৬শে  আগষ্ট আনন্দনগরে  হাইস্কুলের  মাঠে  আচার্য কীর্ত্যানন্দ অবধূত  ফুটবল  টুর্র্ণমেন্টের  ফাইন্যাল খেলা  অনুষ্ঠিত  হ’ল৷ এই প্রতিযোগিতায়  প্রথম (চ্যাম্পিয়ান) হয়৷  ভাগুডি গ্রাম ৷  দ্বিতীয় (রানার্স) হয় শিকরগড় গ্রাম৷  আনন্দমার্গ এস.এস.এসি ক্লাবের পক্ষ থেকে  এই টুর্ণামেন্টের  আয়োজন করা হয়েছিল৷

স্বপ্ণার পাশে রেল

সবপ্না বর্মন ১সম্প্রতি জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে দুর্দান্ত পারফরম্যান্স করে সোনা জয় করেছেন বাঙালী মেয়ে স্বপ্ণা বর্মন৷ সারা দেশ স্বপ্ণার এই সাফল্যে গর্বিত৷ স্বপ্ণার সোণা জেতার পরে জানা যায় তাঁদের নিম্নবিত্ত পরিবার৷ তবু খেলার টানে আর প্রবল ইচ্ছাশক্তি ও প্রতিভার জোরে স্বপ্ণা অসাধ্য সাধন করতে পেরেছে৷ আরও জানা গেছে যে এই সোণা জয়ী স্বপ্ণার খেলার মাঠে প্র্যাকটিস করার ভালো জুতোও নেই৷ এদিকে তাঁর দু’টি পায়েই ছয়টি করে

অগ্ণীশ নাট্যগোষ্ঠীর বার্ষিক অনুষ্ঠান

গত ১৬ই আগষ্ট অগ্ণীশ নাট্যগোষ্ঠী তাদের বার্ষিক অনুষ্ঠান করলো মিনার্র্ভ থিয়েটার হলে৷ অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল দুটি নাটক হইতে সাবধান ও সুন্দর, এছাড়া উক্ত দিনে সংস্থার মাসিক মুখপত্র ‘‘নাটকের নক্সি খাতা’’ প্রকাশিত হয়৷ সেদিন মঞ্চে যে সব অতিথিদের বরণ করা হয় তারা হলেন অধ্যাপক ও অভিনেতা ডঃ শঙ্কর ঘোষ, সাংবাদিক অপূর্ব দাস, সমাজসেবী মহিত সাহা ও বিশিষ্ট আলোক শিল্পী-ভানু বিশ্বাস৷ নৃত্য অনুষ্ঠান পরিবেশন করে সংবেদন এর সদস্যারা সমগ্র দিক দিয়ে অনুষ্ঠানটি বেশ মনোরম হয়েছে ৷ অগ্ণীশের কর্ণধার শিবাশীষ সেনগুপ্ত সমগ্র অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলেন৷

প্রভাত সঙ্গীতের ৩৬ বর্ষপূর্তি উপলক্ষ্যে  প্রভাত সঙ্গীত প্রতিযোগিতা

প্রভাত সঙ্গীতের ৩৬ বর্ষপূর্তি উৎসবের অঙ্গ হিসেবে পঃবঙ্গ, অসম, ত্রিপুরা, ঝাড়খণ্ড প্রভৃতি সমস্ত  বাংলাভাষী এলাকায়, কোথাও কোথাও বাংলা ভাষী এলাকার  বাইরেও  মহান দার্শনিক  শ্রীপ্রভাতরঞ্জন সরকার রচিত  সুরারোপিত প্রভাত সঙ্গীত ও এই  প্রভাত সঙ্গীত  অবলম্বনে নৃত্য ও অংকনের  প্রতিযোগিতা চলছে৷  বর্তমানে  ৬৮টি  কেন্দ্রে  প্রাথমিক  পর্যায়ের প্রতিযোগিতা চলছে৷

প্রাথমিক  কেন্দ্রগুলি  থেকে প্রথম  ও দ্বিতীয় স্থানাধিকারীরা আগামী  ২৩ শে  সেপ্টেম্বর কলকাতায় আনন্দমার্গের কেন্দ্রীয় কার্যালয়ে চূড়ান্ত প্রতিযোগিতায়  অংশগ্রহণ করবেন৷  বিভিন্ন স্থান থেকেই মহাসমারোহে প্রভাত সঙ্গীত  প্রতিযোগিতার  সংবাদ আসছে৷

পেট্রোল ও ডিজেলের অগ্ণিমূল্য : মূল্যবৃদ্ধির আগুনে জনগণের ওষ্ঠাগত প্রাণ

পেট্রোপণ্যের  অস্বাভাবিক  মূল্যবৃদ্ধির আগুনে সারা দেশের জনমানস উত্তপ্ত হয়ে উঠেছে৷ গত ১০ই সেপ্টেম্বর কংগ্রেস ও তার সঙ্গে আর ২২টি  দল পেট্রোল ও ডিজেলসহ নিত্য- প্রয়োজনীয়  দ্রব্যের  মূল্যবৃদ্ধির  প্রতিবাদে  ‘ভারত বনধ্’-এর  ডাক দিয়েছিল৷  পশ্চিমবঙ্গের  তৃণমূল কংগ্রেস ভারত বনধের  সঙ্গে একমত ছিল না৷  তাই তারা ধর্মঘটের  বিরোধিতা করলেও কেন্দ্রীয়  সরকারের  পেট্রোপণ্যের  অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে৷ তাই  সারা ভারতে  এই বনধের ডাকের  মিশ্র  প্রভাব  পড়েছে৷ সবাই  কর্মনাশা   একদিনের  বন্ধের  সমর্থন না  করলেও  কেন্দ্রের মূল্যবৃদ্ধির নীতির বিরোধিতায় সবাই এক মত৷