September 2018

নাগরিকপঞ্জী তৈরীর  নামে অসম থেকে  লক্ষ লক্ষ বাঙালীর  নাগরিকত্ব হরণের  প্রতিবাদে  আমরা  বাঙালীর পথসভা

গত ১০ই সেপ্টেম্বর  উত্তর ২৪ পরগণার ব্যারাকপুর ষ্টেশন  সংলগ্ণ স্থানে  আমরা বাঙালী সংঘটনের  উঃ ২৪ পরগণা নেতৃবৃন্দ অসমে  নাগরিক পঞ্জী তৈরীর নামে লক্ষ লক্ষ  বাঙালীর  নাগরিকত্ব কেড়ে নেওয়ার  প্রতিবাদে  এক পথসভার  আয়োজন করেন৷

সভা শুরু  হয় বৈকাল ৪টায়, শুরুতে  স্বরচিত কবিতা পাঠ করেন  বিশিষ্ট কবি শিবরাম চক্রবর্ত্তী৷  পরে  প্রভাত সঙ্গীত পরিবেশন  করে বিশিষ্ট গায়ক  শঙ্কর  সরকার (স্পান্দনিক শিল্পী)৷

আবার ভূমিকম্প

১২ই সেপ্টেম্বর, বুধবার সকাল ১০ টা ২৫ মিনিট  হঠাৎ কলকাতাসহ  সারা  পঃবঙ্গে  ভূমিকম্প অনুভূত হয়৷ রিখটার স্কেলে  কম্পনের মাত্রা ছিল ৫.৫৷  এই ভূমিকম্পের  কেন্দ্রস্থল ছিল  অসমের  কোকরাঝাড়৷  ভূপৃষ্ঠ থেকে ১৩ কি.মি গভীরে  দুটি  প্লেটের মধ্যে  সংঘর্ষের  ফলে এই কম্পনের  সৃষ্টি  হয়েছিল বলে ভূতত্ত্ববিদ্রা  জানিয়েছেন৷

এই ভূমিকম্পের  কারণে  শিলিগুড়িতে ১ জনের  মৃত্যু হয়েছে৷  কম্পন অনুভব  হতেই তিনি দোতলা থেকে  তাড়াতাড়ি  এক তলাতে নামতে গিয়ে সিঁড়িতে পড়ে যান৷ মাথায়  আঘাত লাগে, তাতেই তাঁর মৃত্যু হয়৷ এছাড়া , অন্য কোথাও ক্ষয়-ক্ষতির বেশকিছু খবর পাওয়া  যায়নি৷

দুধ গরম করলেই রাবারের মত হয়ে যাচ্ছে

নদীয়াতে  শান্তিপুরে  কয়েকজন  দুগ্ধ বিক্রেতার  কাছে  দুধ  নিয়ে  গরম করার পর রাবারের মতো  হয়ে যাচ্ছে বলে সম্প্রতি এক  চাঞ্চল্যকর  অভিযোগ উঠেছে৷

সম্প্রতি এই ঘটনাকে  কেন্দ্র করে  শান্তিপুর  ষ্টেশনে  দুগ্ধ  বিক্রেতাদের  আটকে বিক্ষোভ দেখান  স্থানীয় জনসাধারণ৷ দুপক্ষের  মত  মারামারিও হয়৷  জি আর পি এসে পরিস্থিতি সামাল দেয়৷  ঘটনার পুলিশি তদন্ত চলছে৷

সারা রাজ্যে বহু সেতুর অবস্থা বিপজ্জনক

প্রভাত খাঁ

রাজ্যের  মাঝেরহাটের সেতুটি ভেঙ্গে পড়ার পর রাজ্য প্রশাসন রাজ্যের কুড়িটি বেহাল সেতু সম্বন্ধে নড়েচড়ে বসেছেন৷ পশ্চিমবাঙলার মধ্যে যে ছোট-বড় অসংখ্য সেতু আছে তার প্রতি সেতুর ব্যাপারে রাজ্য প্রশাসন কী সঠিক খোঁজখবর রাখার দিকে নজর দেন?

আধ্যাত্মিক প্রগতির তিনটি সোপান

প্রণিপাতেন পরিপ্রশ্ণেন সেবয়া৷ আধ্যাত্মিক প্রগতি তিনটি তত্ত্বের ওপর নির্ভরশীল–প্রণিপাত, পরিপ্রশ্ণ, সেবা৷ ‘প্রণিপাত’ মানে এক অদ্বিতীয় শাশ্বত সত্তা পরমপুরুষের প্রতি পূর্ণ আত্মসমর্পণ৷ এক্ষেত্রে সাধকের মনোভাব হচ্ছে এই যে বিশ্বের যা কিছু সবই পরমপুরুষের, আমার বলতে কিছু নেই৷ এটা হ’ল প্রণিপাত৷ আর যার অহংক্ষোধ রয়েছে, যে ভাবছে তার বিদ্যা–বুদ্ধি, ধন–সম্পত্তি বা অন্যান্য যাবতীয় বস্তু তার বৈয়ষ্টিক সম্পত্তি, সে সবচেয়ে বড় মূর্খ৷

প্রাউট-প্রবক্তার ভাষায় দ্বন্দ্বাত্মক ভৌতিকতাবাদ ও গণতন্ত্র

সমাজের অগ্রগতি ত্রয়ীর সমন্বয়---থীসিস, এ্যাণ্টিথীসিস ও সিনথীসিস৷ যখন কোন বিশেষ তত্ত্ব সমাজের কল্যাণ---সাধনে অসমর্থ হয়, তখন ওই প্রচলিত তত্ত্বের বিরুদ্ধে এ্যাণ্টিথীসিস তৈরী হয় ও এই দুই বিরুদ্ধ শক্তির পারস্পরিক সংঘর্ষ ও সংসক্তির(cohesion) ফলে আসে এক লব্ধি(resultant)৷ এই লব্ধি বা ফলকে বলা হয় সংশ্লেষণ(synthesis)৷ সমাজকল্যাণ সংশ্লেষণের অবস্থাতেই সম্ভব---এটা কি সত্য?

দেশের ভয়াবহ বেকার সমস্যা ঃ সমাধান কোন্ পথে?

আচার্য সত্যশিবানন্দ অবধূ্ত

সাম্প্রতিক  এক সংবাদে প্রকাশ উত্তরপ্রদেশে পুলিশের  টেলিকম বিভাগে  পিয়নের ৬২টি  শূণ্যপদের  চাকরীর জন্যে  দরখাস্তের আবেদন  করা হয়েছিল৷  আবেদনকারীদের যোগ্যতা নির্র্ধরিত  ছিল অন্ততঃ  পঞ্চম  শ্রেণী পাশ৷ এই ৬২টি শূণ্যপদের  জন্যে আবেদনকারীদের মধ্যে  ছিল ৫০ হাজার  গ্রাজুয়েট, ২৮০০০ মাষ্টার ডিগ্রি পাশ ও ৩,৭০০ পি.এইচ.ডি৷ মোট  আবেদন  জমা  পড়েছিল                        ৯৩,০০০৷ তারমধ্যে  পঞ্চম  থেকে দ্বাদশশ্রেণী  পর্যন্ত  আবেদনকারী ছিল ৪,৭০০৷

প্রভাত সঙ্গীত---সাংস্কৃতিক বিপ্লবের অগ্রদূত

অরুণাভ সরকার

আজকে সারা দেশজুড়ে, শুধু দেশ নয়, সমগ্র মানবসমাজ জুড়েই দেখা দিয়েছে এক ভয়ঙ্কর সাংস্কৃতিক অবক্ষয়৷ সংস্কৃতি কী?

গার্লস্ প্রাউটিষ্টের মিছিল, পথসভা ও স্মারকলিপি পেশ 

নদীয়া ঃ গত ৭ই সেপ্টেম্বর  নদীয়া জেলার বেথুয়াডহরি   ব্লকের বিডিও-র  কাছে গার্লস্ প্রাউটিষ্টের পক্ষ থেকে এক  স্মারকলিপি প্রদান করা হয়৷ এদিন সকাল ১০টায় বেথুয়াডহরি নিচুবাজার থেকে গার্লস্ প্রাউটিষ্টের সদস্যারা   মিছিল করে বিডিও অফিসের সামনে এসে জমায়েত হন৷ এখানে তাঁরা এক পথসভা করেন৷  উক্ত পথসভায় বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা, অবধূতিকা আনন্দ কৃষ্ণপ্রভা আচার্যা ও অবধূতিকা আনন্দ পূর্ণপ্রাণা আচার্যা প্রমুখ৷ উক্ত পথসভায়         বক্তারা বর্তমান সমাজের নারীদের ওপর চরম নির্র্যতনের  প্রতিবাদ করেন ৷ এরপর নারীদের সুরক্ষার দাবীতে তাঁরা বিডিও-র  নিকটে এক স্মারকলিপি প্রদান  করেন৷ 

উত্তর ২৪ পরগণায় আানন্দমার্গ আয়োজিত মেডিক্যাল ক্যাম্প

গত ১২ই সেপ্টেম্বর উত্তর ২৪ পরগণা জেলার গোপালনগরের নতিডাঙ্গায় আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে একটি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়৷ এই মেডিক্যাল ক্যাম্পে বিশিষ্ট চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ নির্মল সরকার, ডাঃ দীনেশ বিশ্বাস ও ডাঃ জয়প্রকাশ দাস প্রমুখ৷ এই মেডিক্যাল ক্যাম্পে শতাধিক দুঃস্থ রোগীর বিনামূল্যে চিকিৎসা করা হয়৷