ভারত ও পাকিস্তানে গণতন্ত্রের গঙ্গা যাত্রায় ধর্মমতের গোঁড়ামির প্রাধান্য
বর্ত্তমানে ভারতে শুধু নয়, পৃথিবীর অনেক দেশে যেমন পাকিস্তানে ধর্মমতের নামে নোংরা দলবাজি করতে গিয়ে মানবতাহীন কাজ করে বসছে পদপদে৷ কিন্তু অত্যন্ত আশার কথা, মহামান্য বিচার বিভাগ থাকায় বিশেষ করে সর্বোচ্চ আদালত (সুপ্রিম কোর্ট) আছে বলে সাধারণ মানুষগুলো বেঁচে আছে৷ ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করে যে পাকিস্তানের জন্ম তার মূলভিত্তি হলো হিন্দু বিদ্বেষ৷ এই বিদ্বেষটাই হলো পাকিস্তানের মূল মূলধন৷ তাকে জনমানসে দৃঢ়মূল করতেই ইসলাম ধর্মমতকে বড়ো করে দেখায়, যেটাতে মানবাধিকার ও গণতন্ত্র অবহেলিত হয়৷ এতে ইসলামের মহত্বটাই খাটো হয়ে যায়৷ সেটা ওই মিথ্যাচারী রাজনৈতিক দলগুলো বুঝেও বোঝে না৷ তবে