বর্ত্তমানে ভারতে শুধু নয়, পৃথিবীর অনেক দেশে যেমন পাকিস্তানে ধর্মমতের নামে নোংরা দলবাজি করতে গিয়ে মানবতাহীন কাজ করে বসছে পদপদে৷ কিন্তু অত্যন্ত আশার কথা, মহামান্য বিচার বিভাগ থাকায় বিশেষ করে সর্বোচ্চ আদালত (সুপ্রিম কোর্ট) আছে বলে সাধারণ মানুষগুলো বেঁচে আছে৷ ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করে যে পাকিস্তানের জন্ম তার মূলভিত্তি হলো হিন্দু বিদ্বেষ৷ এই বিদ্বেষটাই হলো পাকিস্তানের মূল মূলধন৷ তাকে জনমানসে দৃঢ়মূল করতেই ইসলাম ধর্মমতকে বড়ো করে দেখায়, যেটাতে মানবাধিকার ও গণতন্ত্র অবহেলিত হয়৷ এতে ইসলামের মহত্বটাই খাটো হয়ে যায়৷ সেটা ওই মিথ্যাচারী রাজনৈতিক দলগুলো বুঝেও বোঝে না৷ তবে এটা সত্য কথা যে ভারতের ও পাকিস্তানের কিছু বিশেষ বিশেষ রাজনৈতিক দল আছে যারা ধর্মমতের গোঁড়ামিকে মূলধন করে দেশ এর শাসনব্যবস্থা কায়েমে উঠে পড়ে লেগে আছে৷ আজকের চিন্তাশীল সাধারণ মানুষ যেটাকে মানতে পারে না৷ কারণ তাতে মানবতাই অস্বীকৃত হয়৷ ধর্মমতের কুসংস্কার প্রসূত অন্ধত্বটা মানুষকে অত্যন্ত খাটো করেই তোলে৷ তারই কারণে পাকিস্তানের সাজা প্রাপ্ত একজন যুক্তিবাদী মহিলা যাঁর নাম ‘আসিয়া’ তাঁকে দশবছর কারাদণ্ড দেওয়া হয় ৷ তিনি নাকি ঈশ্বর বিরোধিতা করেন অর্থাৎ আল্লাকে খাটো করেন ৷ কিন্তু সাক্ষ্য প্রমাণের অভাবে সে দেশের সুপ্রিমকোর্ট দীর্ঘ ৯ বছর পর তাঁকে মুক্তি দান করেন৷ এতে পাকিস্তানে অনেক অশান্তি হয়৷ মহামান্য আদালতকেও অনেকে কটূক্তি করে৷ তাঁর অপরাধ হলো, তিনি নাকি বলেছেন যে তিনি মুসলমান নন৷ এতেই সে অপরাধী৷ যারা অভিযোগ করে তা অনেক পরে ও তাদের অভিযোগে অনেক বৈসাদৃশ্য থাকায় মহামান্য আদালত মহিলাকে মুক্তি দান করেন৷
এতে কয়েকদিনে পাকিস্তানে অনেক প্রাণহানি ঘটেছে৷ বর্ত্তমান প্রধানমন্ত্রী জনগণকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আবেদন করেন৷ পাকিস্তানের জনগণকে অবশ্যই এ সব ব্যাপারে যুক্তিবাদী হতে হবে৷
তাই নিছক ধর্মমত নিয়ে যে কাণ্ডটা বর্ত্তমানে ভারত ও পাকিস্তানে চলছে সেটা সম্বন্ধে জনগণকে আত্মসমীক্ষার পথে এগুতে হবে৷ ভারতেও দেখা যাচ্ছে, ধর্মমতের গোঁড়ামিটা যেন ধীরে ধীরে মাথা চাড়া দিচ্ছে৷ বলতে দ্বিধা নেই, এ সবটা মূলতঃ রাজনৈতিক দল এর ধর্মীয় গোঁড়ামির জন্য হচ্ছে ৷ সাধারণ মানুষ সেই মধ্যযুগে পড়ে আছে নানাকারণে৷ ভারতে তিন তালাক ও শবরীমালা মন্দিরে ঢোকা নিয়ে মহামান্য সুপ্রিমকোর্টের রায় অত্যন্ত ন্যায়সঙ্গত৷ এই রায় নিয়ে কত না অশান্তি৷ এসব মধ্যযুগীয় ধর্মমতের অন্ধত্ব যেটা আজকে অচল৷ এসব নিয়ে গদীর লড়াই যারা করে বা নীরব থাকে সেটা দেশের পক্ষে ক্ষতিকারক ৷ মানুষকে যুক্তিবাদী হতে হবে৷ তা না হলে মানব সভ্যতাই ধবংস হয়ে যাবে৷
- Log in to post comments