বিক্রমের ধবংসাবশেষ
অবশেষে বিক্রমের খোঁজ পাওয়া গেল নাসার ছবি থেকে৷ তিন মাস আগে বিক্রম নিয়ে দেশে বিপুল আলোড়ন সৃষ্টি হয়েছিল৷ স্বয়ং প্রধানমন্ত্রীও রাত জেগে বসেছিলেন চন্দ্রপৃষ্ঠে বিক্রমের সফল অবতরণ দেখতে৷ কিন্তু চন্দ্রপৃষ্ঠে অবতরণের আগেই বিক্রমের সঙ্গে পৃথিবীর সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ গত ৩রা ডিসেম্বর ২০১৯ নাসা জানায় বিক্রমের ধবংসাবশেষ পাওয়া গেছে চন্দ্রপৃষ্ঠে৷ নাসায় প্রকাশিত ছবি থেকে বিক্রমের ধবংসাবশেষ চিহ্ণিত করেন এক ভারতীয় প্রযুক্তিবিদ৷ তামিলনাড়ুর মাদুরাইয়ের তেত্রিশ বছরের ওই যুবকের নাম সম্মুগ সুব্রহ্মনম্৷