মেদিনীপুর শহরে পদার্পণ দিবস
মেদিনীপুর ঃ ১৯৮১ সালের ২৫শে জানুয়ারি মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর শুভ পদার্পণ ঘটেছিল মেদিনীপুর শহরের কেরানীটোলায় অবস্থিত আনন্দমার্গ জাগৃতিতে৷ ঐ শুভ দিবসটিকে স্মরণীয় করে রাখার জন্য মেদিনীপুর শহর ইউনিটের মার্গীদের পক্ষ থেকে এক স্মৃতি ফলকের উন্মোচন করা হয়৷ স্মৃতি ফলকটির শুভ উদ্বোধন করেন আনন্দমার্গের বরিষ্ঠ সন্ন্যাসী আচার্য কাশীশ্বরানন্দ অবধূত, আচার্য রবীশানন্দ অবধূত ও প্রবীন মার্গী শ্রী রমেন্দ্রনাথ মাইতি৷ শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর শুভ পদার্পণ দিবস উপলক্ষ্যে সকাল থেকে জাগৃতি প্রাঙ্গণে তিনঘন্টা ‘‘বাবা নাম কেবলম্’’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে ঈশ্বর প্রণিধান করা হয়৷ ঐদিনে মার্গগুর